Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Durga Puja 2023

পুজোয় ‘ক্রাশ’ খাওয়া নয়, কাউকে ভাল লাগলে সম্পর্কে যেতেই বেশি পছন্দ করি: দেবচন্দ্রিমা সিংহরায়

টলিপাড়ায় এখনও পুজোর ছুটি পড়েনি। তাই পুজোর আগে ভীষণ ব্যস্ত দেবচন্দ্রিমা সিংহরায়। সে সবের ফাঁকেই কেনাকাটা থেকে প্রেম, পুজোর পরিকল্পনা নিয়ে অকপট অভিনেত্রী।

Tollywood Actor Debchandrima Singha Roy.

অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৩
Share: Save:

মাঝেমাঝে দু’-এক পশলা বৃষ্টি হলেও বর্ষার আকাশ জুড়ে শরতের মেঘের আনাগোনা। চারদিকে সাজ সাজ রব। প্যান্ডেল তৈরি থেকে কেনাকাটা— সব কিছুই জোরকদমে চলছে। পুজো প্রায় চলে এসেছে। ঘরে ঘরে দুর্গা আবাহনের প্রস্তুতিও তুঙ্গে। শহরের ফুটপাত থেকে বিলাসবহুল শপিং মল— পুজোর কেনাকাটা থিকথিক করছে ভিড়। তবে টলিপাড়ায় এখনও পুজোর ছুটি পড়েনি। তাই পুজোর আগে ভীষণ ব্যস্ত দেবচন্দ্রিমা সিংহরায়। ‘সাহেবের চিঠি’র পর বেশ কিছু দিন হল ধারাবাহিক থেকে বিরতি নিয়েছেন তিনি। মন দিয়েছেন ওয়েব সিরিজ়ে। মাঝেমাঝেই উড়ে যাচ্ছেন মুম্বইয়ে। সেখানেও কাজের কথা চলছে। তবে এখনও কিছু ঠিক হয়নি। পুজোর আগে ধকল যাচ্ছে বটে। কিন্তু এ বারের পুজোটা তাঁর কাছে একটু অন‍্য রকম। কারণ, অনেক বছর পর পুজোতে এ বার কলকাতায় থাকছেন তিনি। অভিনেত্রীর বেড়ানোর নেশা প্রবল। সময় পেলেই চলে যান পাহাড়, সমুদ্র, জঙ্গলে।

এ বছর বেড়াতে গেলেও, পুজোর পরে যাবেন। পুজোর চারটি দিন শহরেই থাকবেন। তার মানে পুজোর পরিকল্পনাও নিশ্চয় জমিয়ে করেছেন নায়িকা? দেবচন্দ্রিমার কথায়, ‘‘পুজোয় কলকাতায় থাকছি, এটাই সবচেয়ে বড় পরিকল্পনা। এ বার প্রচুর ঘুরব। ঠাকুর দেখব। বন্ধুদের সঙ্গে আড্ডা দেব। প্রতি বার বেড়াতে গিয়ে সিদুঁর খেলাটা মিস্ করি। এ বার জমিয়ে সিদুঁর খেলব। দেবলীনাদির (দেবলীনা কুমার) পুজো ‘ত্রিধারা’য় যাব সিঁদুর খেলতে।’’ আর পুজোর কেনাকাটা কত দূর এগোল? দেবচন্দ্রিমা বলেন, ‘‘কেনাকাটা একদম শুরু করতে পারিনি। হাতে খানিকটা সময় আছে। করে ফেলব। তা ছাড়া, সারা বছরই এত কিছু কেনা হয়, যে আালাদা করে পুজোর জন্য কী কিনব, বুঝতে পারি না।’’

পুজোয় সাজগোজ হবে, ভূরিভোজ হবে, আড্ডা হবে, রাতভর ঘোরাঘুরি হবে আর প্রেম হবে না? একগাল হেসে দেবচন্দ্রিমা বলেন, ‘‘পুজোয় প্রেমের বিষয়টা ছোটবেলার। স্কুলে প়ড়তাম যখন, তখন এসব হত অনেক পুজোর সময়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলিও বদলে যেতে থাকে সকলেরই। আমারও তাই হয়েছে। আমি প্রচণ্ড ভাবে সম্পর্কে বিশ্বাস করি। কাউকে যদি ভাল লাগে প্রেম করি, সম্পর্কে যাই। অমন ভাল লাগা নিয়ে ঘুরে বেড়াতে আমি পারি না।’’

অভিনেতা এবং ভ্লগার সায়ন্ত মোদকের সঙ্গে বিচ্ছেদের পর টলিপাড়ার অন্য এক অভিনেতার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই সম্পর্ক প্রকাশ্যে কখনও স্বীকার করেননি তিনি। কিন্তু দেবচন্দ্রিমা কি সত্যিই প্রেম করছেন না? অভিনেত্রীর জবাব, ‘‘সত্যিই এটা কেউ বিশ্বাস করে না। আমি সত্যিই ‘সিঙ্গল’। কোনও প্রেম করছি না। বরং সমস্ত মনোযোগ কাজে দেওয়ার চেষ্টা করছি।’’

তা হলে কি দেবচন্দ্রিমা নতুন প্রেম খুঁজছেন? তিনি বলেন, ‘‘একেবারে খুঁজছি না, এমন নয়। তবে বিষয়টা এখনও চিন্তা-ভাবনার পর্যায়ে রয়েছে। কখনও কখনও মনে হয়, সম্পর্কে যাওয়া উচিত। কখনও মনে হয়, না, এই বেশ ভাল আছি।’’

অন্য বিষয়গুলি:

Durga Puja 2023 Durga Puja Relationship Debchandrima Singha Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy