পথেই হবে এ পথ চেনা!
আবহাওয়া মনোরম হলেও বেঙ্গালুরুর দৈনন্দিন যানজটের হাল সারা দেশে দুর্নাম কুড়িয়েছে। সারা বিশ্বের বড় শহরগুলির রেকর্ড অনুসারে ভারতের বেঙ্গালুরু শহরের রাস্তার যানজটের চাপ ছাপিয়ে গিয়েছে ভিড়ে ঠাসা মুম্বই শহরকেও। ‘গ্লোবাল লোকেশন’ বিশেষজ্ঞদের মতে, গোটা একটি বছরে বেঙ্গালুরুর এক জন সাধারণ যাত্রী রাস্তায় যানজটে সময় ব্যয় করেন প্রায় ১০ দিন ৩ ঘণ্টা।
তবে কথায় আছে না, সব মন্দেরই ভাল দিক আছে! ভাবছেন যানজটের আর ভাল দিক কী হতে পারে? বেঙ্গালুরু শহরের এই যানজট সাক্ষী হয়েছে বহু প্রেম কাহিনির। সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট অন্তত এমনটাই ইঙ্গিত করছে।
যানজটে আটকেই হয়েছিল প্রেমের সূত্রপাত। এ বার সেই প্রেম পরিণতি পেয়েছে বিয়েতে। সবটাই যানজটের দয়ায়, এমনই দাবি করলেন বেঙ্গালুরুর এক বাসিন্দা!
নেটমাধ্যম রেডডিট প্ল্যাটফর্মে একটি পোস্টে এক ব্যক্তি লিখেছেন, ‘সোনি ওয়ার্ল্ডের সিগন্যালের সামনে প্রথম আলাপ এক মহিলার সঙ্গে। ইজিপুরা উড়ালপুল তৈরির সময়ে তখন শহরজুড়ে তীব্র যানজট। এক দিন সেই মহিলাকেই বাড়ি ছাড়তে গিয়ে যানজটে আটকেছিলাম। বড্ড বিরক্ত লাগছিল বলে গাড়ি ঘুরিয়ে কাছেই এক জায়গায় রাতের খাওয়া সেরেছিলাম। সে দিনই প্রথম অনুভব করেছিলাম এই মেয়েকেই জীবনসঙ্গী করব। তার পর তিন বছরের প্রেম আর দু’বছরেরর বিবাহিত জীবন। তবে আড়াই কিলোমিটারের এই উড়ালপুল তৈরির কাজ এখনও শেষ হয়নি।’
কৌতুকের মাঝেই এই পোস্টে কোথাও যেন ছিল বিদ্রুপের গন্ধ। পোস্টটি বহু নেটাগরিকের মন ছুঁয়ে গিয়েছে।
Top drawer stuff on Reddit today 😂😂@peakbengaluru pic.twitter.com/25H0wr526h
— Aj (@babablahblah_) September 18, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy