অনেকেই হয়তো জানেন না, বাড়িতে পোষ্য থাকলে বেশ কিছু গাছ তাদের পক্ষে মোটেই ভাল নয়। ছবি: শাটারস্টক।
বাড়ির বারান্দায় গড়ে তুলেছেন সাধের বাগান? বাহারি গাছের বহরে বারান্দা পরিপূর্ণ? অন্দরসজ্জার শোভা বাড়াতেও গাছের উপরেই ভরসা রাখেন কেউ কেউ। কিন্তু অনেকেই হয়তো জানেন না, বাড়িতে পোষ্য থাকলে বেশ কিছু গাছ তাদের পক্ষে মোটেই ভাল নয়। কিছু গাছের পাতা যদি অজান্তেই পোষ্যের শরীরে চলে যায়, তা হলে তার প্রভাব মারাত্মক হতেই পারে। তাই গাছ দিয়ে ঘর সাজানোর আগে জেনে নিন, কোন কোন গাছের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
১) অ্যালো ভেরা: অ্যালো ভেরা ত্বক এবং পেটের জন্য বেশ উপকারী। কিন্তু বিড়াল-কুকুরের জন্য এই গাছ অত্যন্ত ক্ষতিকর হয়ে যেতে পারে। অ্যালো ভেরা গাছের পাতা কোনও কারণে পোষ্য চিবিয়ে খেয়ে নিলে তার ডায়েরিয়া ও বমির মতো সমস্যা হতে পারে।
২) পিস লিলি: লিলি অনেক জাতের হয়। সব রকম লিলি কুকুর-বিড়ালে জন্য ক্ষতিকর না হলেও কিছু পিস লিলি কুকুরের জন্য বেশ ক্ষতিকর। তেমনই ইস্টার লিলি বিড়ালের পক্ষে বেশ ক্ষতিকর। সময়ে চিকিৎসা না করলে বিড়ালের কিডনি এবং লিভার নষ্ট করে দিতে পারে এই জাতের ফুলের গাছ।
৩) আইভি: এই গাছ বাড়ির অন্দরে শোভা বাড়ালেও পোষ্যদের জন্য ভাল নয়। সাধারণ আইভিও কুকুরদের গায়ে র্যাশ তৈরি করতে পারে। এমনকি, তাদের শ্বাস-প্রশ্বাসে অসুবিধা সৃষ্টিও হতে পারে। এই গাছের পাতা যদি ভুলবশত তারা খেয়ে ফেলে, তা হলে তাদের পেটে ব্যথা, ডায়েরিয়ার মতো সমস্যা হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy