স্নান আগে না প্রেম আগে? ছবি: সংগৃহীত
পরিচ্ছন্নতার সংজ্ঞা সবার কাছে এক নয়। এ বার পরিচ্ছন্নতাকে কেন্দ্র করেই সম্পর্ক ভাঙার উপক্রম হল এক প্রেমিক-প্রেমিকার। সম্প্রতি নেটমাধ্যমে এক মহিলা দাবি করেন, তিনি সপ্তাহে এক বার স্নান করেন। সম্প্রতি তাঁর পুরুষসঙ্গী বিষয়টি জানতে পারেন। আর জানার পরই নাকি তিনি বলেছেন, যদি ওই মহিলা রোজ স্নান না করেন, তবে তাঁর সঙ্গে কোনও মতেই শোবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা জানিয়েছেন, এক দিন নিজের প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। রাতে ফিরে আসার পর প্রেমিক জানান, তিনি সে দিনই নিজের বিছানার চাদর বদলেছেন। তাই পোশাক বদলে পরিচ্ছন্ন হয়ে বিছানায় উঠতে। তখনই ওই মহিলা বলে ফেলেন যে, সপ্তাহে এক বার স্নান করেন তিনি। তার পরই তাঁর প্রেমিক জানান, একসঙ্গে শুতে গেলে আগে তাঁকে স্নান করে আসতে হবে।
গোটা বিষয়টি নিয়ে দু’ভাগ নেটাগরিকরা। কেউ কেউ বলছেন, কোনও প্রেমিকই এ ভাবে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না প্রেমিকার উপর। অন্য দিনে নেটগরিকদের একাংশের মতে পরিচ্ছন্নতার অধিকার সকলের রয়েছে। বিছানায় উঠতে না দিয়ে ঠিকই করেছেন ওই প্রেমিক। ২০১৮ সালের একটি সমীক্ষা বলছে, পরিছন্নতার অভাব অনেক ক্ষেত্রেই পারস্পরিক অপছন্দের কারণ হতে পারে। সমীক্ষাটি বলছে, সঙ্গী অপরিচ্ছন্ন হলে প্রায় ৭১ শতাংশ মানুষ হারিয়ে ফেলেন মিলনের আগ্রহ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy