Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Relationship Advice

আর ভুল সম্পর্কে জড়াতে চান না! অভিনেত্রী ভূমি পেডনেকর জানালেন, সঙ্গী খোঁজার গোপন কথা কী

ডেটিং অ্যাপের একটি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, বিয়ে এবং প্রেমের সম্পর্ক নিয়ে। উত্তরে ভূমি বলেছেন, ‘‘আমি বিয়ে করতে চাই কিন্তু ঠিক মানুষটিকে খুঁজে পেলে তবেই করব।’’

ভূমি পেডনেকর।

ভূমি পেডনেকর। ছবি : ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৬:২২
Share: Save:

বলিউডের নায়িকা, গ্ল্যামারে মোড়া জীবন, কমতি নেই অনুরাগীরও, তবে জীবনে প্রেমকে আমন্ত্রণ জানানোর ব্যাপারে অতি সাবধানী অভিনেত্রী ভূমি পেডনেকর। সম্পর্ক নিয়ে একটি প্রশ্নের উত্তরে সম্প্রতি ভূমি সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, প্রেমে যদি পড়েন, তবে সঠিক মানুষ চিনে নিয়ে তবেই এগোবেন। সে জন্য যদি তাঁকে ১০-২০ বছর অপেক্ষা করতে হয়, তবে তা-ও করবেন। কিন্তু নতুন করে আর কোনও ভুল সম্পর্কে জড়াবেন না।

ডেটিং অ্যাপের একটি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, বিয়ে এবং প্রেমের সম্পর্ক নিয়ে। উত্তরে ভূমি বলেছেন, ‘‘আমি বিয়ে করতে চাই কিন্তু ঠিক মানুষটিকে খুঁজে পেলে তবেই করব। আমি কোনও অসুখী সম্পর্কে থাকতে চাই না।’’

প্রথম ছবিতে ভূমি অভিনয় করেছিলেন একজন পৃথুলা তরুণীর চরিত্রে।

প্রথম ছবিতে ভূমি অভিনয় করেছিলেন একজন পৃথুলা তরুণীর চরিত্রে। ছবি: ইনস্টাগ্রাম।

যশরাজ ফিল্মসের সহকারী পরিচালকের কাজ থেকেই আচমকাই অভিনয় জগতে আসা তাঁর। প্রথম ছবিতে ভূমি অভিনয় করেছিলেন একজন পৃথুলা তরুণীর চরিত্রে। তার আগে ভূমি নিজেও খুব একটা রোগা ছিলেন না। এখন অবশ্য তাঁর চেহারা হিলহিলে। বাড়তি মেদহীন। যদিও ভূমি মনে করেন, চেহারা কখনওই প্রেমের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে না। বরং ভূমি জানিয়েছেন, তিনি যখন মোটা ছিলেন, তখনকার সম্পর্কগুলো ছিল অনেক গভীর। এত দ্রুত প্রেম ছেড়েও যেত না তখন। সে বিষয়েই কথায় কথায় উঠে এসেছে সম্পর্ক থেকে ভূমি এখন কী চান, সেই প্রসঙ্গও।

পরস্পরের সাফল্য আর ভাল থাকায় মন থেকে খুশি হন যুগল?

পরস্পরের সাফল্য আর ভাল থাকায় মন থেকে খুশি হন যুগল? ছবি: ইনস্টাগ্রাম।

অভিনেত্রী খোলামেলা ভাবেই বলেছেন, ‘‘আমি এখন মানসিক ভাবে যে জায়গায় রয়েছি, তাতে মনে হয়, এমন একজন মানুষকে দরকার যিনি প্রকৃত অর্থেই দয়ালু। অর্থাৎ, যিনি তাঁর আশপাশের মানুষের প্রতি ভাল আচরণ করেন। যিনি আমার কাজের জন্য আমাকে হেয় করবেন না। বরং আমার সাফল্যে গর্বিত হবেন।’’

ভূমির মতে, মানুষটি কেমন দেখতে তার থেকে অনেক বেশি জরুরি বিশেষ মানুষটির মধ্যে আপনার জন্য দয়াবোধ আছে কি না, তিনি কি সঙ্গীর চাওয়া-পাওয়াকে সম্মান করেন? ভালমন্দ দু’রকম সময়েই কি সমান ভাবে পাশে দাঁড়ান? পরস্পরের সাফল্য আর ভাল থাকায় মন থেকে খুশি হন? যদি তা হয়, তবেই বুঝবেন ইনিই তিনি। না হলে নয়।

অন্য বিষয়গুলি:

Bhumi Pednekar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy