‘কান চলচ্চিত্র উৎসব’ এর মঞ্চে গায়ে ‘রক্ত’ ঢেলে প্রতিবাদ করলেন ইউক্রেনের তরুণী। ছবি- সংগৃহীত
আবারও প্রতিবাদ। তবে প্রতিবাদের ভাষা অন্য। এর আগেও বহু বার ‘কান চলচ্চিত্র উৎসব’এর লাল গালিচাকে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন অনেকেই। আন্তর্জাতিক স্তরে প্রতিবাদের জন্যর তথাকথিত এই মঞ্চটি বেশ ‘জনপ্রিয়’। রবিবার, ৭৬তম চলচ্চিত্র উৎসবের সেই চোখধাঁধানো মঞ্চের সামনে হেঁটে এলেন ইউক্রেনের পতাকার রঙের পোশাক পরিহিতা এক তরুণী। ‘প্যালেস দে ফেস্টিভ্যাল’এর সিঁড়িতে দাঁড়িয়ে ইউক্রেনের উপর হওয়া রুশ হামলার প্রতিবাদস্বরূপ গায়ে ঢাললেন প্রতীকী রক্ত।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই তরুণী সিঁড়ির উপর দাঁড়িয়ে নিজের শরীরে ভিতর থেকে গোপনে রাখা দুটি বেলুনের মতো জিনিস ফাটাতেই সারা দেহ ভেসে যাচ্ছে লাল রঙে। একটি প্রতিবেদনে জানানো হয়েছে, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে, ফরাসি অভিনেত্রী ক্যাথরিন ডেনিউভ ইউক্রেনীয় কবি লেস্যা ইউক্রেনকা-র ‘হোপ’ কবিতাটি আবৃত্তি করে যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ফরাসি চলচ্চিত্র পরিচালক জাস্ট ফিলিপটের ‘অ্যাসিড’ চলচ্চিত্রটি প্রদর্শনের সময়ে ওই তরুণী এমন দুঃসাহসিক কাণ্ডটি ঘটান। যদিও নিরাপত্তা রক্ষীদের চোখে পড়া মাত্রই তৎক্ষণাৎ তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে পাপারাৎজ়ির ক্যামেরা বন্দি হয়ে গিয়েছে গোটা ঘটনাটি।
At the @Festival_Cannes , a girl dressed in the colors of the Ukrainian flag doused herself in fake blood to protest Russian invasion in Ukraine. 👏 pic.twitter.com/Ys5JrFNrso
— Nana Tsinadze (@nana_tsinadze) May 22, 2023
গত বছর এই মঞ্চেই ইউক্রেনের এক তরুণী রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে এমন ভাবেই নগ্ন হয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছিলেন। বুকের উপর আঁকা নীল এবং হলুদ পতাকার উপর ফুটে উঠেছিল একটি বার্তা ‘ধর্ষণ বন্ধ করুন’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy