Advertisement
০২ নভেম্বর ২০২৪
Viral Video

হাতে অক্সিমিটার, মুখে মাস্ক, অস্ত্রোপচার কক্ষে অচৈতন্যপ্রায় রোগী ডলছেন খৈনি!

কানপুরের কোনও এক হাসপাতালের ‘ওটি’ রুমের ভিডিয়ো ‘এক্স’ হ্যান্ডল-এ প্রকাশ করেছেন এক ব্যক্তি। সেখানে ধরা পড়েছে রোগীর এমনধারা অভ্যাসের চিত্র।

Image of Operation Theater

ছবি: ভিডিয়ো থেকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৬
Share: Save:

অস্ত্রোপচারের প্রস্তুতি প্রায় সারা। রোগী শুয়ে রয়েছেন টেবিলে। তাঁর শরীর ঘিরে রয়েছে নানা রকম যন্ত্রপাতি। কাটাছেঁড়া শুরু করার আগে চলছে অচৈতন্য করার প্রক্রিয়া। ঠিক সেই সময়েই অভ্যাসবশত রোগী নিজের হাতেই ডলে চলেছেন খৈনি। ঘটনা কানপুরের। সেই ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি।

কানপুরের কোনও এক হাসপাতালের ‘ওটি’ রুমের ভিডিয়ো ‘এক্স’ হ্যান্ডল-এ প্রকাশ করেছেন এক ব্যক্তি। সেখানে ধরা পড়েছে রোগীর এমনধারা অভ্যাসের চিত্র। যাঁদের খৈনি খাওয়ার অভ্যাস রয়েছে তাঁরা জানেন, খাওয়ার আগে কী ভাবে খৈনি হাতে নিয়ে, চুন দিয়ে তা ডলে নিতে হয়। প্রত্যেক বার নেশা করার আগে একই ভাবে বানিয়ে নিতে হয় খৈনি। সেই অভ্যাস রোগীর মস্তিষ্কে এমন ভাবে গেঁথে গিয়েছে যে মুখে অ্যানাস্থেসিয়ার মাস্ক, হাতে চ্যানেল, আঙুলে পাল্‌স অক্সিমিটার নিয়ে ফাঁকা হাতেই তিনি সেই কাজ করে চলেছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে অস্ত্রোপচারের প্রক্রিয়া চলাকালীন এমন ভিডিয়ো করার বুদ্ধি মাথায় এল কী করে, তা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ।

অন্য বিষয়গুলি:

Viral Viral Video Hospital Operation Theatre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE