Advertisement
১৭ ডিসেম্বর ২০২৪
Kanwal Cheema

‘ঐশ্বর্যা নই, হতেও চাই না’! বলি নায়িকার মতো দেখতে হওয়ায় বিরক্ত পাকিস্তানের ব্যবসায়ী

পাকিস্তানের ব্যবসায়ী কানওয়াল চিমাকে দেখে অনেকেই ঐশ্বর্যা ভেবে ভুল করে বসেন। তবে সব সময় ঐশ্বর্যার সঙ্গে তুলনায় মোটেই খুশি নন কানওয়াল। কিসের এত রাগ?

Pakistani girl Kanwal Cheema hates the fact that she looks like Bollywood actress Aishwarya Rai.

(বাঁ দিকে) কানওয়াল চিমা, ঐশ্বর্যা রাই বচ্চন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৯
Share: Save:

এ যেন হুবহু ঐশ্বর্যা রাই বচ্চন! পাকিস্তানের ব্যবসায়ী কানওয়াল চিমাকে দেখে অনেকেই ঐশ্বর্যা ভেবে ভুল করে বসেন। তবে সব সময়ে ঐশ্বর্যার সঙ্গে তুলনায় মোটেই খুশি নন কানওয়াল। বলিউড তারকার সঙ্গে তাঁর এত মিল যে, কারও বুঝেও বোঝার উপায় হয় না। তবে এই তুলনা আর ভাল লাগছে না কানওয়ালের। তিনি খানিকটা বিরক্তও বটে। এ বার সমাজমাধ্যমে এ বিষয় মুখ খুললেন তিনি। ইনস্টাগ্রামে তিনি বলেন, ‘‘সকলেরই নিজস্ব পরিচয় আছে। কারও সঙ্গে কারও তুলনা করা কখনওই উচিত নয়।’’

Kanwal Chima.

পাকিস্তানের ব্যবসায়ী কানওয়াল চিমা। ছবি: সংগৃহীত।

কানওয়ালের মতে, এই তুলনার কারণে তিনি নিজের পরিচিতি হারাতে বসেছেন। এ নিয়ে বেশ কিছু দিন ধরে তিনি হীনম্মন্যতায় ভুগছেন। তিনি বলেছেন, ‘‘কোনও মহিলাকে কেবল তিনি কেমন দেখতে সেই দেখে বিচার করা উচিত নয়, পাশাপাশি সেই মহিলা কী কাজ করছেন, কর্মক্ষেত্রে তিনি কতটা সফল, তা দেখে সবটা বিচার করা উঠিত। ঐশ্বর্যা নিজক্ষেত্রে বেশ জনপ্রিয়। তাঁকে সকলে তাঁর অভিনয়ের জন্য ভালবাসেন। আমিও আমার ক্ষেত্রে ভাল কাজ করছি।কাজেই আমি চাই আমার পরিচয় প্রকাশ পাক। আমি কারও ‘কপি’ হয়ে থাকতে চাই না।’’

সমাজমাধ্যমে তাঁকে ও ঐশ্বর্যাকে নিয়ে তুলনা করছেন অনেকেই। সমাজমাধ্যমে প্রশ্ন তোলা হচ্ছে, দেখুন তো কে বেশি সুন্দর দেখতে। এমন আচরণে কানওয়াল সত্যিই বিরক্ত। কানওয়াল বলেন, ‘‘আমি ঐশ্বর্যা নই, হতেও চাই না। তাই বলে আমি ঐশ্বর্যাকে পছন্দ করি না, এই কথাটি মোটেই সত্যি নয়। বরং আমি ওঁর ভক্ত। তবে আমার সঙ্গে ওঁর তুলনা করায় যথেষ্ট আপত্তি রয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Kanwal Cheema Aishwarya Roy Lookalike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

সরাসরি দেখুন বছরের বেস্ট সন্ধ্যা

বছরের বেস্ট ২০২৪

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy