Advertisement
১০ জানুয়ারি ২০২৫
Cyber Awareness

নেটফ্লিক্স রিচার্জের নামে প্রতারণার ফাঁদ! বিপদে পড়েছেন বহু গ্রাহক, বিশ্ব জুড়ে জারি সতর্কতা

ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে নেটফ্লিক্সের জনপ্রিয়তা গোটা বিশ্বেই রয়েছে। গ্রাহকসংখ্যাও অনেক বেশি। তাই হ্যাকারেরা এখন নেটফ্লিক্সকেই নিশানা করছেন বলে খবর।

Netflix users are urged to stay vigilant and protect their personal information

নেটফ্লিক্স রিচার্জের নামে কী ধরনের প্রতারণার ফাঁদ পাতা হয়েছে? জেনে নিয়ে সতর্ক থাকুন। প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১১:৩১
Share: Save:

নেটফ্লিক্স রিচার্জ করাতে গিয়ে হ্যাকারদের কবলে পড়ছেন গ্রাহকেরা। সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশে এই ঘটনা ঘটেছে। তার পরেই জারি করা হয়েছে সতর্কবার্তা।

ডিজিটাল মাধ্যমে প্রায়ই নিত্যনতুন জালিয়াতির খবর শোনা যায়। এ বার ওটিটি প্ল্যাটফর্মকেই প্রতারণার ফাঁদ বানাচ্ছে সাইবার অপরাধীরা। আর ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে নেটফ্লিক্সের জনপ্রিয়তা গোটা বিশ্বেই রয়েছে। গ্রাহকসংখ্যাও অনেক বেশি। তাই নেটফ্লিক্সকেই নিশানা করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া-সহ মোট ২৩টি দেশের গ্রাহকরা বিপদের সম্মুখীন হয়েছেন। অনেকে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন।

কী ধরনের প্রতারণা হচ্ছে?

বিশ্বের বিভিন্ন দেশের সাইবার নিরাপত্তা বিষয়ক দফতরের তরফে জানানো হয়েছে, নেটফ্লিক্সের অফিশিয়াল ওয়েবসাইটের অনুকরণ করে একাধিক ভুয়ো ওয়েবসাইট বানিয়েছে প্রতারকেরা। এমনকি, নেটফ্লিক্সের লোগো দেওয়া নকল লগ ইন পেজও তৈরি হয়েছে। সেই সব ভুয়ো ওয়েবসাইট থেকে নেটফ্লিক্স গ্রাহকদের এসএমএস বা ইমেল করে রিচার্জ করতে বলা হচ্ছে। নেটফ্লিক্স ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। সেই সব প্ল্যানে বিস্তর ছাড় দেওয়া হচ্ছে বলে প্রলোভনও দেখানো হচ্ছে।

সেই সব এসএমএস বা ইমেলে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে গ্রাহকদের। সেখানে ক্লিক করে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হচ্ছে। সাইবার নিরাপত্তা বিভাগ জানাচ্ছে, যে লিঙ্কটি পাঠানো হচ্ছে সেখানে ক্লিক করলে অবিকল নেটফ্লিক্সের লগ ইন পেজের মতোই একটি পেজ খুলছে। কাজেই বুঝতে না পেরে অনেক গ্রাহকই সেখানে টাকাপয়সা পাঠাতে গিয়ে বিপদে পড়েছেন। এমনকি তাঁদের ব্যক্তিগত তথ্যও বেহাত হয়ে যাচ্ছে।

কী ভাবে সাবধান থাকবেন?

ভারতে এখনও অবধি এমন ঘটনা ঘটেনি। তবে নেটফ্লিক্স গ্রাহকদের সাবধানে থাকতে বলা হচ্ছে। কী ভাবে সতর্ক থাকবেন—

১) নেটফ্লিক্সের নামে এসএমএস বা ইমেলে কোনও লিঙ্ক এলে তা ক্লিক করবেন না। নেটফ্লিক্সে রিচার্জ করতে বললে আগে দেখে নেবেন সেই ওয়েবসাইটটি আদতে নেটফ্লিক্সের অফিশিয়াল ওয়েবসাইট কি না।

২) ভুয়ো ওয়েবসাইটের ইউআরএল-এ বানান ও ব্যাকরণগত ভুল থাকবে। সেটি দেখে নিতে হবে। তা ছাড়া যদি দেখেন একই এসএমএস বার বার আসছে অথবা একই আইডি থেকে বার বার মেল পাঠিয়ে রিচার্জ করতে বলা হচ্ছে, তা হলে জানবেন সেটি ভুয়ো।

৩) এসএমএস বা ইমেলে ঠিক কী ভাবে টাকাপয়সা দিতে বলা হচ্ছে তা খেয়াল করুন। ভাষা এবং টাকা চাওয়ার পদ্ধতি সন্দেহজনক মনে হলে সেই লিঙ্ক আর খুলবেনই না। সাধারণত কোনও নামী সংস্থা বার বার এসএমএস বা মেল মারফত টাকাপয়সার লেনদেন করতে বলে না।

৪) ভুলবশত কোনও লিঙ্ক যদি খুলে ফেলেন, তা হলে সঙ্গে সঙ্গে নেটফ্লিক্সের পাসওয়ার্ড বদলে ফেলুন। যদি নিজের ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য দিয়েও দেন, তা হলে ব্যাঙ্কে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলুন। বিপদে পড়ার আগেই সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করুন।

অন্য বিষয়গুলি:

Netflix cyber security tips Cyber Security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy