কী ভাবে এমন সরলরৈখিক গর্ত এল, ধন্দে বিজ্ঞানীরা ছবি: সংগৃহীত
অতল অতলান্তিকের গভীরে ঘনাচ্ছে রহস্য। সমুদ্রের নীচে খোঁজ পাওয়া গেল সরলরৈখিক কিছু গর্তের। কোথা থেকে এত গভীরে এই গর্ত তৈরি হল, তা নিয়ে রীতিমতো ধন্দে বিশেষজ্ঞরা। আমেরিকার ‘দ্য ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘এনওএএ’-এর একটি সাবমেরিনে ধরা পড়েছে এই গর্তগুলির ছবি।
মিড অতলান্তিক রিজ নামক অঞ্চলে সমুদ্রতলের প্রায় ১.৭ মাইল গভীরে সন্ধান মিলেছে গর্তগুলির। সংস্থাটি জানিয়েছে, বিজ্ঞানীরা চমকে উঠেছেন। গর্তগুলি দেখে মনে হচ্ছে একেবারে মানুষের হাতে তৈরি। ছবিতে গর্তগুলিকে দেখে মনে যেন সমুদ্রতলে সরলরেখায় কৃত্রিম ভাবে খনন করা হয়েছে।
Great ideas re: origin of mysterious holes seen at 2,540 m (1.6 mi) depth during #Okeanos Voyage to the Ridge 2022! This wasn't 1st time these were seen & while scientists aren't sure how holes formed, they suspect their origin is likely biological: https://t.co/yGpbuz7phP pic.twitter.com/dOuIjPlHX9
— NOAA Ocean Exploration (@oceanexplorer) July 27, 2022
নিশ্চিত ভাবে বলতে না পারলেও বিজ্ঞানীদের একাংশের মতে, কোনও অজ্ঞাত সামুদ্রিক জীব এমন গর্ত খনন করে থাকতে পারে। তাঁদের মতে, হয়তো কোনও পোকার মতো প্রাণী সমুদ্রতলে খাবার খুঁজতে খুঁজতে এই গর্ত বানিয়েছে। আসলে সরলরৈখিক ভাবে কোনও প্রাকৃতিক গঠন তৈরির নিদর্শন দুর্লভ। তাই কী ভাবে নির্দিষ্ট দূরত্বে সরলরেখায় এমন গর্ত তৈরি হল তাই-ই বুঝে উঠতে পারছেন না বিজ্ঞানীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy