গত বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে অনলাইনে আইসক্রিম কেনার প্রবণতা ৪২ শতাংশ বেড়েছে।
কোভিড পরিস্থিতিতে অনলাইন কেনাকাটার প্রতি ভারতীয়দের ঝোঁক অনেক বেড়েছে। ভারতীয়রা গত বছর অনলাইনে কোন স্টেশনারি সামগ্রীর বরাত সবচেয়ে বেশি করেছেন, সেই নিয়ে অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা ‘সুইগি’ একটি সমীক্ষা চালায়। সমীক্ষার ফলাফল অনুযায়ী, বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, দিল্লি এবং চেন্নাইয়ের বাসিন্দারা ‘সুইগি’-র ইনস্টামার্ট প্ল্যাটফর্মটি সবচেয়ে বেশি ব্যবহার করে।
সমীক্ষার রিপোর্টে আরও দেখা গিয়েছে যে মুম্বইবাসীদের মধ্যে গত এক বছরে অনলাইনে কন্ডোম কেনার চাহিদা প্রায় ৫৭০ গুণ বেড়েছে। বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, দিল্লি এবং চেন্নাই থেকে স্যানিটারি ন্যাপকিন, মেনস্ট্রুয়াল কাপ ট্যাম্পন ও ব্যান্ডেজের মতো সামগ্রীগুলির বরাত সবচেয়ে বেশি আসে।
সমীক্ষায় আর কী কী তথ্য পাওয়া গিয়েছে, রইল তার হদিস।
১) গত বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে অনলাইনে আইসক্রিম কেনার প্রবণতা ৪২ শতাংশ বেড়েছে আর বেশির ভাগ ক্ষেত্রেই আইসক্রিমের বরাত এসেছে রাত ১০টার পর।
২) প্রায় ৫৬ লক্ষ ইনস্যান্ট নুডল্সের প্যাকেটে বরাত এসেছে ওই সময়ের মধ্যে।
৩) হায়দরাবাদের বাসিন্দাদের তরফ থেকে গরমের সময় প্রায় ২৭ হাজার বোতল টাটকা ফলের রসের বরাত এসেছিল।
৪) গত বছর ইনস্টামার্টে প্রায় পাঁচ কোটি ডিমের বরাত এসেছিল।
৫) বেঙ্গালুরু থেকে সবচেয়ে বেশি সয়া দুধ এবং ওট্স দুধের বরাত এসেছিল গত বছর।
৬) বেঙ্গালুরু, মুম্বই এবং দিল্লিতে রাতের বেলা ‘রেডি টু ইট’ উপমা, পোহার বরাত বেশি এসেছিল।
৭) গত বছর তাঁরা মোট ৬২ হাজার টন ফল ও শাকসব্জির বরাত পেয়েছিল। সেখানেও বেঙ্গালুরুর বাসিন্দারা তালিকার শীর্ষে রয়েছে।
৮) হায়দরাবাদ ও বেঙ্গালুরুর বাসিন্দারা মিলিয়ে গত বছর প্রায় ২৯০ টন কাঁচালঙ্কার বরাত দিয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy