অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে রীতিমতো হইচই চলছে মুম্বইয়ে। একের পর এক রাজকীয় অনুষ্ঠানের ঠেলায় অস্থির স্থানীয় বাসিন্দারা। মুম্বইয়ের অভিজাত বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে ১২ জুলাই বসবে বিয়ের আসর। তার এলাহি আয়োজন চলছে। ওই কমপ্লেক্সে অনেক অফিসও রয়েছে। বিয়ের প্রস্তুতি পর্ব ঘিরে এমন উদ্যোগ-আয়োজন চলছে যে, অফিসের কাজকর্মও প্রায় শিকেয় উঠেছে। এমন পরিস্থিতিতে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের অনেক অফিসই ঘোষণা করেছে যে, অম্বানীদের বিয়ে পর্ব না মেটা অবধি কর্মীদের বাড়ি বসেই কাজ করতে হবে।
বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স শুধু নয়, ওই এলাকার অনেক সংস্থাই তাদের কর্মীদের আগামী ১৫ তারিখ অবধি বাড়ি বসে কাজ করতে বলেছে। কারণ বিয়েতে যত সংখ্যক অতিথির আগমন হবে, তাতে গোটা এলাকায় যান চলাচল প্রায় থমকেই যাবে বলে আশঙ্কা করছে তারা। বন্ধ থাকবে দোকানপাট। বিয়ে পর্ব ঘিরে রীতিমতো উৎসবের আমেজ থাকবে মুম্বই নগরীতে।
আরও পড়ুন:
গত ৩ জুলাই অম্বানীদের বাড়িতেই ‘মেমারু’র অনুষ্ঠান ছিল। তার পর ৫ জুলাই ‘সঙ্গীত’-এর অনুষ্ঠান। তার পর ৮ জুলাই হল গায়েহলুদ। বিশ্ব জুড়েই নামীদামি ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। গোটা বলিউডই প্রায় হাজির থাকবে বিয়ের অনুষ্ঠানে। অমিতাভ বচ্চন থেকে তিন খান ও তাঁদের পরিবার বিয়েতে উপস্থিত থাকবেন। শোনা যাচ্ছে, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকেও নিমন্ত্রণ পাঠানো হয়েছে বিয়েতে। মুম্বইয়ের বেশির ভাগ বিলাসবহুল হোটেলই বুক হয়ে গিয়েছে অতিথিদের থাকার জন্য।