খিচুড়ির স্বাদ চেখে দেখে দারুণ খুশি বিল। ছবি: সংগৃহীত।
মাইক্রোসফ্টের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস পারেন না এমন কোনও কাজ নাকি নেই। বিলের অনুগামীদের মতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ— সবেতেই ওস্তাদ তিনি। আচ্ছা, তিনি কি রাঁধতে পারেন? তারই হাতেকলমে পরীক্ষা হয়ে গেল। ‘পরীক্ষা’-র ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োর সৌজন্যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
সম্প্রতি স্মৃতি নিজের টুইটারে বিল গেটসের সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, বিল গেটসকে খিচুড়ি রাঁধতে শেখাচ্ছেন স্মৃতি। কড়াইতে তেল ঢেলে দিলেন মন্ত্রী। আর গরম তেলে ফোড়ন দিলেন বিল। সেই ফোড়ন আবার সযত্নে খিচুড়ির উপর ঢেলে দিলেন বিল। শুধু খিচুড়ি রেঁধেই থামলেন না বিল। তার পর চেখেও দেখলেন। খিচুড়ির স্বাদ চেখে দেখে দারুণ খুশি তিনি। ভারতীয় খাবার যে মনে ধরেছে, তা ওঁর হাবভাবেই স্পষ্ট!
স্মৃতির এই ভিডিয়ো ছড়িয়ে পড়া মাত্রই নেটাগরিকরা নানা রকম মন্তব্য করতে শুরু করেছেন। কেউ লিখেছেন, ‘‘এই খিচুড়ির এ বার নাম হবে মাইক্রোসফ্ট খিচুড়ি।’’ এক জন লিখেছেন, ‘‘ভারতীয় খাবার যে ভাবে বিদেশিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তা দেখে ভাল লাগছে।’’
Recognising the Super Food of India and its POSHAN component..
— Smriti Z Irani (@smritiirani) March 2, 2023
When @BillGates gave tadka to Shree Ann Khichdi! pic.twitter.com/CYibFi01mi
কিছু দিন আগেই বিলকে দেখা গিয়েছিল রুটি বানাতে। ভিডিয়ো দেখা গিয়েছিল অনেক কসরতের পর গোল গোল রুটি বানাতে সফল হয়েছিলেন তিনি। রুটির পর এ বার খিচুড়ি! অনেকে মজা করে বলছেন, ভারতীয় রাঁধুনিদের টেক্কা দিতে প্রস্তুত বিল!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy