Advertisement
০৫ নভেম্বর ২০২৪
anamika khanna

গ্রীষ্ম-সাজে নতুন রঙের ছটা আনলেন সব্যসাচী, অনামিকা

প্রতি বছরের মতোই গত দু’মাস ধরে দেশের বিখ্যাত ডিজাইনারেরা নিজেদের বসন্ত-গ্রীষ্মের সৃষ্টি দেখাতে শুরু করেছেন।

অনামিকার ডিজাইনের জ্যাকেট, সব্যসাচীর সংগ্রহের ব্যাগ।

অনামিকার ডিজাইনের জ্যাকেট, সব্যসাচীর সংগ্রহের ব্যাগ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ১৬:৪৯
Share: Save:

ধাতব মেজাজে নানা রঙের মিশেল। তাতেই মাতছে এ মরসুমের ফ্যাশন। নামী ডিজাইনারদের গ্রীষ্ম-সম্ভার অন্তত তেমন কথা বলছে।

প্রতি বছরের মতোই গত দু’মাস ধরে দেশের বিখ্যাত ডিজাইনারেরা নিজেদের বসন্ত-গ্রীষ্মের সৃষ্টি দেখাতে শুরু করেছেন। পোশাক থেকে সাজের নানা আনুষঙ্গিক, সবই মরসুম শুরুর জন্য নতুন করে প্রস্তুত করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। এ বার অতিমারির কারণে দফায় দফায় ফ্যাশন শো দেখা যাচ্ছে না কোথাওই। ফলে নেটমাধ্যমই ভরসা। ইনস্টাগ্রামে নিত্যদিনই দেখা যাচ্ছে নতুন কোনও কাজ। আর সেখানেই অনেকের চোখে পড়বে, তাঁর এ বারের ডিজাইনে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ধাতব রং। ব্যাগ থেকে পোশাক, সবেতেই রয়েছে ধাতব লাল, হলুদ, নীল, সবুজের আধিক্য।

হোলি উপলক্ষে নিজের কিছু কাজ দেখিয়েছেন ডিজাইনার অনামিকা খন্না। সেখানেও রঙের ব্যবহারে ধরা পড়বে কিছুটা সাঞ্জস্য। একসঙ্গে অনেক রং অধিকাংশ পোশাকেই। তবে তার মানে এমন নয় যে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বরং মশানো হয়েছে এমন ভাবেই, যাতে ধাতব একটা ছটা আসে সে সব পোশাক পরলে।

এ গ্রীষ্ম তাই নতুন ধাঁচে রঙিন বললেই চলে!

অন্য বিষয়গুলি:

Sabyasachi Mukherjee anamika khanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE