ছবি- সংগৃহীত
এ বার থেকে বিমানে উঠতে গেলে আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে করোনা ভাইরাসকে চিরতরে নির্মূল করতে গেলে মাস্ক পরা জরুরি বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
সংক্রমণ থেকে বাঁচতে, গত দু’বছর বিমানে উঠতে গেলে মুখে মাস্ক এবং ‘ফেস শিল্ড’ পরা বাধ্যতামূলক ছিল। কিছু কিছু বিমান সংস্থা বিমানে ওঠার আগেই যাত্রীদের এক বার ব্যবহারযোগ্য মাস্ক, স্যানিটাইজারের পাউচ এবং ‘ফেস শিল্ড’ হাতে ধরিয়ে দিত।
সূত্রের খবর, দেশে কোভিড আক্রান্তের সংখ্যা হ্রাস এবং সরকারি কোভিড নীতির উপর নির্ভর করেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। শুধু যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে বিমানের মধ্যে মাস্ক পরার প্রয়োজনীয়তা ঘোষণা করা হবে।
স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যা ০.০২ শতাংশ। আরোগ্যের হার ৯৮.৭৯ শতাংশ। যা আগের তুলনায় অনেকটাই বেশি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy