মহাকাশে আটকে পড়লে কী করবেন? ছবি- সংগৃহীত
মহাকাশচারীর পোশাক পরে, চাঁদে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। পিছন থেকে উঁকি মারছে অন্য আর একটি গ্রহ। সেখানেই নাকি তিনি আটকে পড়েছেন। এমনই একটি ছবি টুইটারে পোস্ট করে এক ব্যক্তি মুম্বই পুলিশের কাছ থেকে সাহায্য চান।
এমন নানা রকম মজার পোস্ট করে সমাজমাধ্যমে প্রচারের আলোয় আসতে চান অনেকেই। তবে, মশকরাতে পিছিয়ে নেই মুম্বই পুলিশও। মুম্বই পুলিশের ট্র্যাফিক বিভাগ থেকে মহাকাশচারীরূপী ওই ব্যক্তিকে পাল্টা উত্তরে জানানো হয়েছে, যে এই জায়গাটি তাদের অধীনে পড়ে না। কিন্তু মহাকাশে গিয়ে বিপদে পড়ে যে মুম্বই পুলিশের কথাই তিনি মনে রেখেছেন, তার জন্য মুম্বই পুলিশ কৃতজ্ঞ। টুইটের উত্তরে পুলিশ লেখে, ‘থ্যাঙ্ক ইউ ফর ট্রাস্টিং আস টিল মুন অ্যান্ড ব্যক’। যার মানে, ‘আমার উপর আকাশছোঁয়া বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ’।
This one is really not under our jurisdiction.
— मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) January 30, 2023
But we are glad that you trust us to the moon and back. :) https://t.co/MLfDlpbCd8
বোঝাই যাচ্ছে এই পোস্ট নেহাত মজা ছাড়া আর কিছুই নয়। মহাকাশে কেউ আটকে পড়লে সেখান থেকে উদ্ধার করার জন্য যেমন পুলিশের কিছু করার নেই, তেমনই মহাকাশ থেকে ছবি তুলে সেই ছবি সমাজমাধ্যমে পাঠানোও সম্ভব নয়। তবে মুম্বই-এর যানজট সম্বন্ধেও কমবেশি সকলরেই ধারণা আছে। সমাজমাধ্যম ব্যবহারকারী কি মুম্বই পুলিশের দিকে সেই ইঙ্গিতই করতে চেয়েছিলেন? উত্তর অজানা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy