লেপের আরাম ছেড়ে জিমে যাবেন কেন? ছবি- ভিডিয়ো থেকে।
শীতের কুয়াশামাখা সকালে লেপের ওম ছেড়ে কারই বা উঠতে ইচ্ছা করে? তার উপর যদি আবার জিমে গিয়ে কসরত করতে হয়, তা হলে তো কথাই নেই। শরীরটাকে টেনে জিম পর্যন্ত পৌঁছতে যে নিজেকে কী পরিমাণ উৎসাহ জোগাতে হয়, তা কম-বেশি সকলেই জানেন।
The lowest cost treadmill in the world. And this year’s Innovation Award trophy goes to… pic.twitter.com/oMlyEPBQoy
— anand mahindra (@anandmahindra) January 7, 2023
The lowest cost treadmill in the world. And this year’s Innovation Award trophy goes to… pic.twitter.com/oMlyEPBQoy
— anand mahindra (@anandmahindra) January 7, 2023
এই সমস্যা থেকে মুক্তি পেতে অভিনব এক পন্থা বেছে নিয়েছেন এক যুবক। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। সেখানে যাচ্ছে, রান্নাঘরের সিঙ্কের পাশে রাখা বাসন ধোয়ার তরল সাবান। ওই যুবক এসে হঠাৎই মাটিতে ছ়়ড়িয়ে দিলেন কয়েক ফোঁটা। তার পর সিঙ্ক থেকে একটু জল নিয়ে ছিঁটিয়ে দিলেন মেঝেতে। এ বার মাটিতে সাবানের পিচ্ছিল ভাব কাজে লাগিয়ে শুরু করেছেন শরীরচর্চা। হুবহু ‘ট্রেডমিল’-এর মতো করে প্রথমে অল্প গতিতে হাঁটতে শুরু করলেন। তার পর ওই মেশিনে বোতাম টিপে গতি বাড়িয়ে নিচ্ছেন। কখনও দৌড়োচ্ছেন, আবার কখনও গতি কমিয়ে নিচ্ছেন প্রয়োজন অনুযায়ী।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তরুণ প্রজন্ম থেকে প্রৌঢ়, সকলেই মজেছেন এই ভিডিয়োটিতে। মাত্র ৫২ সেকেন্ডের ভিডিয়োটি এখনও পর্যন্ত ৪ লক্ষ মানুষের নজরে পড়েছে। বিভিন্ন বয়সিদের থেকে উড়ে আসছে মন্তব্যের ঝড়। কেউ লিখেছেন, “বিশ্বের সবচেয়ে কম দামি ট্রেডমিল”। দ্বিতীয় জন আবার সকলকে সতর্ক করে লিখেছেন, “বাস্তবে একেবারেই এমনটা চেষ্টা করতে যাবেন না। দাঁত কপাটি খুলে হাতে চলে আসবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy