প্রেম দিবসে প্রেমিকাকে এক বার দেখার আর্জি। ছবি: শাটারস্টক।
প্রেম দিবসের দিন তরুণ-তরুণীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কেউ সঙ্গীকে নিয়ে বাইরে গিয়ে উদ্যাপন করেছেন, কেউ আবার অনলাইনের বিভিন্ন অ্যাপ থেকে সঙ্গীর জন্য তাঁর পছন্দের উপহারটি সযত্নে পাঠিয়েছেন। অনলাইন অ্যাপ ব্লিঙ্কিট-এর সিইও সম্প্রতি এমন এক প্রেমিকের আর্জি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন, যা মন কেড়েছে নেটাগরিকদের।
প্রেমিকার বাড়ির লোকজন তাঁকে বাড়ির বাইরে বেরোতে দিচ্ছেন না, তাই ব্লিঙ্কিট অ্যাপের মাধ্যমেই প্রেমিকার কাছে পৌঁছে যেতে চাইলেন যুবক। সেই যুবক এবং ব্লিঙ্কিটের এক কর্মীর কথোপকথনের স্ক্রিনশট সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ব্লিঙ্কিট-এর সিইও অলবিন্দর ধিন্ডসা। ওই যুবককে সেই কর্মী লিখেছেন, ‘‘আমার নাম মনোজ,আমি আপনাকে কী ভাবে সাহায্য করতে পারি?’’ জবাবে যুবক লেখেন, ‘‘আপনাদের ভ্যালেনটাইন্স ডে-র কালেকশন থেকে আমি বান্ধবীর জন্য ফুল অর্ডার করেছি, আমি কি আপনার কাছে একটি আর্জি রাখতে পারি?’’ মনোজ লেখেন, ‘‘দয়া করে বলুন, আমি আপনাকে কী ভাবে সাহায্য করতে পারি?’’ যুবক বলেন, ‘‘আমার বান্ধবীর বাবা-মা ওকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। আমি কি আপনাদের ডেলিভারি কর্মী হিসাবে ওর কাছে ফুলগুলি পৌঁছে দিতে পারি?’’
India is clearly not for beginners https://t.co/JIqwpls2pN
— Albinder Dhindsa (@albinder) February 14, 2024
এই পোস্টটি অলবিন্দর শেয়ার করা মাত্র সেটি ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষ এই পোস্টটি দেখে ফেলেছেন। অনেকেই এই যুবকের এমন করুণ পরিস্থিতি দেখে দুঃখ পেয়েছেন। ব্লিঙ্কিট-এর কাছে অনেকেই যুবকের এই আর্জি পূরণ করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। অনেকে আবার পুরো বিষয়টিকেই ব্লিঙ্কিট-এর বাণিজ্যিক কর্মসূচি বলে মনে করছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy