ছবি- ভিডিয়ো থেকে।
এত দিন আকাশ থেকে শুধু বৃষ্টিই পড়তে দেখেছেন মানুষ। কিন্তু এ বার যা হল, তা দেখে তাক লেগে যাওয়ারই কথা। তবে এ দেশে নয়, ঘটনা চিনের রাজধানী বেজিং শহরের। সেখানকার আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে পোকা। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বেজিংয়ের রাস্তা ভরে গিয়েছে আকাশ থেকে ঝরে পড়া পোকায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি ঢেকে গিয়েছে নাম না জানা সেই সব পোকায়। এমনকি, পোকার এমন আক্রমণ থেকে বাঁচতে সেখানকার মানুষ ছাতাও ব্যবহার করছেন। কিন্তু কোথা থেকে এল এমন সব পোকা, তার হদিস পাওয়া যায়নি।
এই জাতীয় পোকামাকড় সাধারণত ঝড় বা প্রবল হাওয়ার দাপটে ভেসে আসে। বৃষ্টির জলে তাদের পাখা ভিজে ভারী হয়ে গেলে তারা আর উড়তে পারে না। তখন সেগুলি ঝাঁকে ঝাঁকে মাটিতে পড়তে শুরু করে।
It's raining fish in Australia
— ✨⃤djcalligraphy (@DJcalligraphy) March 11, 2023
It's raining worms in China
Markets are crumbling in the U.S.
Welcome to 2023! pic.twitter.com/O2mtJKe45l
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy