ব্রিটেনের সমাজমাধ্যমের প্রভাবীদের মধ্যে ওলি বেশ পরিচিত মুখ। ছবি: সংগৃহীত।
আদতে ছিলেন ব্রিটেনের যুবক, হয়ে গেলেন কোরিয়ার যুবতী! এমনটা কী করে সম্ভব ভাবছেন? ১৮ বার অস্ত্রোপচার করে যুবক থেকে যুবতী হয়েছিলেন অলি লন্ডন। ছ’মাস ধরে রূপান্তরকামী মহিলার জীবন যাপন করছেন ওলি, তবে আবার নিজের পুরনো পরিচয় ফিরে পেতে চান তিনি। ব্রিটেনের সমাজমাধ্যমের প্রভাবীদের মধ্যে ওলি বেশ পরিচিত মুখ।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওলি জানিয়েছেন, ‘‘আমি আর রূপান্তরকামী হয়ে থাকতে চাই না, আবার পুরুষের মতো জীবনযাপন করতে চাই।’’ মেয়ে হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, এ কথা নিজেই স্বীকার করেছেন তিনি।
ওলি বলেন, ‘‘ছ'মাস আগে আমার ফেসিয়াল ফেমিনাইজেশন সার্জারি হয়। একই মুখে ১১ বার অস্ত্রোপচার হয়। আমি আমার হাড়ের গঠনও বদলে ফেলেছি। আমি চুল লম্বা করেছি, আলমারিতে জামাকাপড় বদল করেছি, মেকআপ করা শুরু করেছি, এমনকি গায়ের লোমও তুলেছি। আমি এই সব করতে শুরু করেছিলাম এই ভেবে যে, হয়তো এই সব আমাকে খুশি করবে। আমি ভুল ভেবেছিলাম। মেয়ে হওয়া আমার কাজ নয়।’’
I am no longer trans and have gone back to living as a man
— Oli London (@OliLondonTV) October 14, 2022
My full explanation:https://t.co/WK0LGT6aRv
Grateful if everyone could respect my new pronouns- He/Him KOR/EAN. Thank you 🙏🏻 #olilondon pic.twitter.com/whdOEms0KD
দক্ষিণ কোরিয়ার পপ সঙ্গীতগোষ্ঠী 'বিটিএস'-এর গায়ক পার্ক জিমিনের বড় ভক্ত ওলি। এই কারণেই নিজে ব্রিটিশ হয়েও কোরিয়ান মেয়ের মতো মুখমণ্ডল চেয়েছিলেন তিনি। পেয়েওছেন তা। কোটি কোটি টাকা খরচ করে টানা আট বছরের চেষ্টায় পুরুষ থেকে নারী হয়েছিলেন ওলি। তবে সব চেষ্টাই বোধ হয় বৃথা হল।
ইতিমধ্যেই নিজের মাথা কামিয়ে ফেলেছেন তিনি। পুনরায় পুরুষ হওয়ার প্রস্তুতি তুঙ্গে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy