ইনস্টাগ্রামে বেশ ভালই নামডাক সোফির। অনুরাগীর সংখ্যাও ১ লক্ষের কাছাকাছি। ছবি: টুইটার।
নিজেকেই সবচেয়ে ভালবাসেন। তাই অন্য কারও সঙ্গে নয়, নিজেকেই বিয়ে সারলেন তরুণী। তবে রাত না গড়াতেই সিদ্ধান্ত বদল। ডিভোর্স চাইছেন তিনি। ফেব্রুয়ারি মাসে সোফি মউরে নিজেই চাউর করেন বিয়ের কথা। বিয়ের সাদা পোশাক পরা ছবি ভাগ করে নিয়েছিলেন সোফি। ছবির ক্যাপশনে সোফি লেখেন, ‘‘আজকে আমার জীবনের সবচেয়ে বড় দিন! বিয়ের পোশাক কিনেছি, নিজের হাতে বিয়ের কেকও বানিয়েছি।’’
সমাজমাধ্যমে এই ছবি দেওয়া মাত্রই চর্চা শুরু হয়ে যায়। কেউ সোফিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, কেউ আবার বলছেন, ‘‘সবটাই প্রচারের আলোয় থাকার কৌশল।’’
ইনস্টাগ্রামে বেশ ভালই নামডাক সোফির। অনুরাগীর সংখ্যাও ১ লক্ষের কাছাকাছি। নিজ জীবনে বেশ প্রতিষ্ঠিত তিনি। তবে বাবা-মা সোফির বিয়ে দিতে চান, যাতে একবারেই মত ছিল না সোফির।
শেষমেশ বাবা-মায়ের চাপে বিয়ের সিদ্ধান্তটা নিয়েই ফেলেন সোফি। এক গ্রাফিকশিল্পী বন্ধুর সাহায্য নিয়ে নিমন্ত্রণপত্র পাঠিয়ে দেন বন্ধুবান্ধব-আত্মীয়দের। তবে কাকে বিয়ে করছেন! সবার প্রশ্নের উত্তরে সে দিন একটাই কথা বলেছিলেন সোফি, ‘‘পাত্র কে, সেটা সারপ্রাইজ়।’’ তার পরে নিজেই সমাজমাধ্যমে খোলসা করেন সবটা।
hoy en momentos esquizo de mi vida me compre un vestido de novia y me cocine una torta de casamiento para casarme conmigo misma pic.twitter.com/yQvYUUKsM4
— Sofi 𒉭 (@sofimaure07) February 19, 2023
তবে বিয়ের পরের দিনেই বিচ্ছেদের কথা ঘোষণা করলেন সোফি। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘‘আমার বিবাহবিচ্ছেদ চাই। এক দিন আগেই আমি নিজেকে বিয়ে করেছি। তবে বিয়ে বিষয়টি আমি আর নিতে পারছি না!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy