খাবার তৈরি করা থেকে ক্রেতাকে খাবার পরিবেশন করা, সবটাই করছে রোবট। ২০২২ সালের ডিসেম্বর মাসে টেক্সাস শহরে সম্পূর্ণ রোবট নিয়ন্ত্রিত ম্যাকডোনাল্ডের একটি রেস্তরাঁ চালু হয়। সম্প্রতি সেখানে গিয়ে এক প্রভাবী জানালেন, তাঁর অভিজ্ঞতার কথা। খাবারের বরাত দেওয়া থেকে খাবার তাঁর হাতে পৌঁছনো পর্যন্ত কী কী করতে হবে, তা একটি ভিডিয়োর মাধ্যমে অনুরাগীদের কাছে তুলে ধরেছেন তিনি।
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রেস্তরাঁয় কোনও কর্মী নেই। সব কাজের দায়িত্ব রোবটের। ওই রেস্তরাঁয় খাবার কিনতে গেলে কোনও ব্যক্তিকে প্রথমে ফোন থেকে পছন্দের খাবারটি বরাত দিতে হবে। কিছু ক্ষণের মধ্যেই হাতে চলে আসবে পছন্দের খাবার। নিয়ে আসবে রোবট। খাবারের প্যাকেটে মূল খাবারের সঙ্গে আনুষঙ্গিক যা যা থাকার কথা, সবটাই সে ভরে দিচ্ছে প্যাকেটে।
A first-of-its-kind McDonald’s has opened in White Settlement, TX, a suburb of Ft. Worth. The location is almost entirely automated, with machines handling every aspect of the consumer experience — including the drive-thru window.
— NowThis (@nowthisnews) January 29, 2023
(via @kaansanity) pic.twitter.com/kecMQZiAfL
বিষয়টি মন্দ না হলেও সমাজমাধ্যম ব্যবহারকারীদের কারও কারও মতে, ১০ জনের কাজ যদি একা রোবট করে ফেলে, সে ক্ষেত্রে বেকারত্বের হার যে বেড়ে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।