Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Hair Care Tips

Hair Care Tips: দ্রুত হারে চুল পড়ে যাচ্ছে? পেয়ারা পাতা ঘন চুল ফিরিয়ে দিতে পারে

পেয়ারা পাতা কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে। আর কোলাজেনই ফিরিয়ে দিতে পারে ঘন চুল।

পেয়ারা পাতার গুণ

পেয়ারা পাতার গুণ ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪২
Share: Save:

অনেকেরই অকালে চুল পড়ে যেতে থাকে। মানসিক চাপ থেকে শুরু করে পুষ্টিকর খাবারের অভাবের মতো কারণ তো আছেই, এ ছাড়া জিনগত কারণেও কমে যেতে পারে চুলের ঘনত্ব। হালে তার সঙ্গে যুক্ত হয়েছে করোনার সমস্যা। এতেও অনেকের প্রচুর চুল পড়ে গিয়েছে। কী করে এই সমস্যার সমাধান হবে?

ঘন চুল ফিরিয়ে আনার সহজ রাস্তা হতে পারে পেয়ারা পাতার ব্যবহার। এই পাতা কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে। আর কোলাজেনই ফিরিয়ে দিতে পারে ঘন চুল। এ জন্য শুধু বানিয়ে নিতে হবে পেয়ারা পাতার সিরাম।

কী ভাবে এই সিরাম বানাবেন? কী ভাবেই বা ব্যবহার করবেন? রইল পরামর্শ।

• প্রথমে বেশ কয়েকটি পেয়ারা পাতা জলে ফুটিয়ে নিন।

• ২০ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ছেঁকে জলটি বার করে নিন।

• সেই জল ঘরের তাপমাত্রায় ঠান্ডা করে নিন।

তৈরি হয়ে গেল পেয়ারা পাতার সিরাম। চুলের গোড়ায় এটি ব্যবহার করবেন কী ভাবে?

• প্রথমেই মনে রাখতে হবে, এই সিরাম ব্যবহার করার সময়ে চুলে যেন কোনও রাসায়নিক না লেগে থাকে। অন্য রাসায়নিক সিরাম বা তেল থাকলে এটি ভাল করে কাজ করবে না।

• এই সিরাম মাথায় মাখার পরে মিনিট ১০ মাসাজ করুন।

• এর পরে ঘণ্টা খানেক রেখে দিন। খুব ভাল হয় যদি রাতে শোওয়ার আগে এটি মেখে নেওয়া যায়।

• সকালে হাল্কা গরম জল দিয়ে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

এই প্রাকৃতিক সিরাম মাস খানেক ব্যবহার করেই অনেকে ঘন চুল ফিরে পেয়েছেন। কমেছে চুল পড়া এবং পাক ধরার হারও।

অন্য বিষয়গুলি:

Hair Care Tips Leaves home remedies hair fall
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE