গ্লাসে করে জল খাওয়ার চল ফুরিয়েছে বহু দিন। এখন সেই জায়গায় এসেছে প্লাস্টিকের বোতল। ওজনে হালকা, পড়লেও ভাঙে না, চট করে নষ্ট হয় না। ফলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলেও— সকলেই যে সে নিয়ে মাথা ঘামান তা কিন্তু নয়। বরং বাড়িতে ব্যবহার, এমনকী স্কুল, অফিসে জল নিয়ে যাওয়ার জন্যও প্লাস্টিকের বোতল জনপ্রিয়। কিন্তু সমস্যা হল নতুন প্লাস্টিক বোতলে জল ঢাললে অনেক সময় প্লাস্টিকের গন্ধ নাকে আসে। জল খাওয়া যায় না। এ ক্ষেত্রে কী করবেন?
চা অথবা কফির গুঁড়ো: চা অথবা কফির গুঁড়ো প্লাস্টিক বোতলে ঢেলে দিন। সামান্য দিলেই চলবে। যোগ করুন জল। ঢাকনা আটকে ৪-৫ ঘণ্টা রেখে দিন। চায়ের গুঁড়োতে থাকা নাইট্রোজেন বোতলে বিশ্রি গন্ধ দূর করতে সহায়ক। তা ছাড়া চা এবং কফির নিজস্ব সুন্দর গন্ধ আছে। এর পর বোতল জল দিয়ে বার কয়েক ধুয়ে নিন। এতেই প্লাস্টিকের গন্ধ চলে যাবে।
কাঠকয়লা: বোতলের বিশ্রী গন্ধ দূর করতে সাহায্য করতে পারে কাঠকয়লাও। এতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান। কাঠকয়লায় থাকে সূক্ষ ছিদ্র যা যে কোনও জিনিস শুষে নিতে সাহায্য করে। বোতল পরিষ্কার করার পাশাপাশি গন্ধ দূর করতেও সহায়ক এটি। বোতলে বেশ কিছটা কাঠকয়লা গুঁড়ো দিয়ে জল ঢেলে দিন। বোতলের ঢাকনা বন্ধ করে ১২-১৪ ঘণ্টা রাখুন। তারপর খুব ভাল করে বোতল ধুয়ে নিন। একবার নয়, চার, পাঁচ বার ভাল করে বোতল ধুতে হবে। তা হলে খারাপ গন্ধ চলে যাবে। পাতিলেবুর রস জলে মিশিয়ে বোতল ধুলেও সমাধান হতে পারে।
কাগজ: প্লাস্টিকের বোতলে খবরের কাগজ দলা পাকিয়ে ভরে দিন। এক থেকে দু’দিন এ ভাবে রাখলে প্লাস্টিকের গন্ধ দূর হবে। তবে বোতলটি তরল বাসন মাজার সাবান দিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। খবরের কাগজের কালি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই বোতল ধুয়ে নেওয়া জরুরি।
সমস্যা এড়াতে ভাল মানের বিপিএ-মুক্ত বোতল কিনতে পারেন। সবচেয়ে ভাল হয় প্লাস্টিকের বদলে পরিবেশবান্ধব বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন উপাদানের বোতল ব্যবহার করলে। কাচ, মাটি, তামা, স্টিলের বোতল বেছে নিতে পারেন।