How to prepare yourself for puja from Mahalaya dgtl
mahalaya
Durga Puja 2021: পুজোর আগে হাতে আর মাত্র কয়েক দিন, কী কী গুছিয়ে নেবেন এর মধ্যে
পুজোর আগে কী কী গুছিয়ে নেবেন? পরামর্শ দিচ্ছে ‘আনন্দবাজার অনলাইন’।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১২:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। হাতে আর মাত্র কয়েক দিন। তার পরেই পুজো। এই ক’দিনেই সাজিয়ে নিতে হবে বহু কিছু।
০২০৮
আগামী ছয় দিনে কোন কোন কাজ সেরে নেবেন? বাড়ির কোন কোন জিনিস গুছিয়ে নেবেন? তালিকা দিচ্ছে ‘আনন্দবাজার অনলাইন’।
০৩০৮
দিন ১: পুজোর কেনাকাটা কি এখনও বাকি? তা হলে চটজলদি এখনই সেরে ফেলুন। এর পরে হাতে আর সময় থাকবে না। জামা-জুতো, আরও যা যা কেনার, এখনই কিনে নিতে হবে।
০৪০৮
দিন ২: নতুন জামা কেনা হয়ে গিয়েছে? কিন্তু পরে দেখেননি মাপ ঠিকঠাক আছে কি না? তা হলে এখনই সেই কাজটিও সেরে ফেলুন। জামাকাপড়ের মাপ বদলাতে হলে, এখনই তা দোকানে দিতে হবে।
০৫০৮
দিন ৩: তবে সবচেয়ে ঝামেলার হল জুতো! নতুন জুতো পরলে পায়ে ফোস্কা পড়তে পারে। পুজোয় পরার আগে তাই এ দিনই নতুন জুতো জোড়া পরে একচু হাঁটাহাঁটি করে নিন।
০৬০৮
দিন ৪: পুজোর আগে চাই— অনলাইনে এমন কিছু কেনার আছে? এ দিনই অর্ডার করে দিন। না হলে পুজোর আগে হাতে পাবেন না।
০৭০৮
দিন ৫: পুজোয়া বাড়িতে জমিয়ে রান্নাবান্না করবেন ভাবছেন? তার বাজারহাটও আগে থেকে করে রাখা উচিত। বিশেষ করে শুকনো উপকরণগুলি তো বটেই। সেই কাজটি সেরে ফেলুন এ দিনই।
০৮০৮
দিন ৬: দেবীপক্ষ শুরু হওয়ার আগে অনেকেই বাড়ি পরিষ্কার করে নেন। তার পরে আর এই কাজটি করেন না। কিন্তু আপনি কি বাড়ি পরিষ্কার করে ফেলেছেন? তা না করে থাকলে এ দিনই সেরে ফেলুন কাজটি। কারণ পরের দিন থেকেই তো পুজো।