ব্যস্ত জীবনে ফেশিয়াল করাতে সকলেই যে সবসময় সালোঁয় ছোটেন তা কিন্তু নয়। বরং ঘরেই ফেশিয়ালের জন্য পাওয়া যায় বাজারচলতি নানা কিট। এখন আবার অনেক পেশাদার কর্মীও থাকেন যাঁরা ঘরে এসে ফেশিয়াল করে দেন।
তবে, বাজারচলতি প্রসাধনী নয়, এই গরমে দাগহীন, ঝকঝকে ত্বক পেতে ফল দিয়ে তৈরি করে নিতে পারেন ফেশিয়াল কিট। ক্লিনজ়ার, স্ক্রাব, ক্রিম বানিয়ে নিন বাড়িতেই। পাকা পেঁপের গুণেই রোদের তাপে কালচে হয়ে যাওয়া মুখে জেল্লা ফিরবে এক বার ফেশিয়াল করলেই।
আরও পড়ুন:
ক্লিনজ়ার: গাছ পাকা পেঁপে মিক্সারে ঘুরিয়ে নিন। ১ টেবিল চামচ পেঁপের ক্বাত্থের সঙ্গে মিশিয়ে নিন ২ টেবিল চামচ ঠান্ডা দুধ। মিশ্রণটি মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। মিনিট পাঁচেক পর ধুয়ে ফেলুন বা ভিজে নরম কাপড় দিয়ে মুছে নিন।
স্ক্রাব: ক্লিনজ়ার ত্বকের উপরের তেল, ময়লা তুলে দেয়। তবে মৃত কোষ পরিষ্কার করতে দরকার হয় স্ক্রাবের। ২ টেবিল চামচ পাকা পেঁপের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ চালের গুঁড়ো এবং ১ টেবিল চামচ দুধ। তিন উপকরণ খুব ভাল করে মিশিয়ে মুখে হালকা হাতে মাসাজ করুন, শুধু মুখ নয়, গলা এবং ঘাড় স্ক্রাব দিয়ে পরিষ্কার করা জরুরি। তার পর ভিজে কাপড়ে মুখ মুছে নিন।
ক্রিম: পরের ধাপ হল ক্রিম মাসাজ। ক্রিম বানাতে ২ টেবিল চামচ পাকা পেঁপে বাটার সঙ্গে ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল, ২টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। অন্তত ১৫-২০ মিনিট ধরে ক্রিম দিয়ে মুখে মাসাজ করতে হবে যাতে তা ত্বকের ভিতর পর্যন্ত যায়। এর পর মুখ মুছে নিন।
ফেস প্যাক: মুলতানি মাটি ত্বকের জন্য খুবই ভাল। ১ টেবিল চামচ মুলতানি মাটি, ১ টেবিল চামচ পাকা পেঁপে বাটা, ১টেবিল চামচ গোলাপজল ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। যদি ত্বকে টান ধরে তা হলে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন। আর যদি রোদে বেরোতে হয়, সানস্ক্রিন মাখতেই হবে।