ওই মহিলা র্যাপিডো বুক করার পর হোয়াটসঅ্যাপে নিজের ঠিকানা পাঠিয়েছিলেন চালককে, আর তাতেই হল বিপত্তি। ছবি: প্রতীকী।
বাইকচালকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলে সমাজমাধ্যমে সরব হলেন এক মহিলা। হুনসপরি নামে এক টুইটার ব্যবহারকারী এক র্যাপিডোচালকের সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন সমাজমাধ্যমে। এই ঘটনার কথা জানতে পেরে সেই চালককে শাস্তি দিল তাঁর সংস্থা।
ওই মহিলা র্যাপিডো বুক করার পর হোয়াটসঅ্যাপে নিজের ঠিকানা পাঠিয়েছিলেন চালককে। তার পরেই চালক ওই মহিলাকে যা লেখেন, তা দেখে বেজায় চটে যান তিনি। চালক কী কী লিখেছেন, মহিলা তার স্ক্রিনশট ভাগ করে নিয়েছেন নিজের সমাজমাধ্যমের পাতায়। অ্যাপ-বাইকচালক ওই মহিলাকে গন্তব্যে পৌঁছনোর ঘণ্টা দুয়েক পর রাত ১টা ২৫ মিনিট নাগাদ লেখেন, ‘‘ঘুমিয়ে পড়েছ? কেবল মাত্র তোমার ছবি দেখে আর গলা শুনেই তোমাকে নিতে এসেছিলাম। না হলে এত দূর মোটেই আসতাম না। আর হ্যাঁ, একটা কথা, দাদা বলে ডেকো না প্লিজ়!’’
মহিলার টুইটটি ভাইরাল হওয়ার পর র্যাপিডো সংস্থার পক্ষ থেকেও টুইট করা হয়। টুইটে বলা হয়, ‘‘হাই, চালকের এই অপেশাদারি আচরণ সম্পর্কে জানতে পেরে আমরা অত্যন্ত হতাশ হয়েছি। আমরা দ্রুত ব্যবস্থা নেব। দয়া করে আপনার মোবাইল নম্বর এবং রাইড আইডি আমাদের দেবেন?’’
Hi, it is extremely disappointing for us to learn about the captain's lack of professionalism and we are apologetic about the same. (1/2)
— Rapido Cares (@RapidoCares) March 15, 2023
মহিলার এই টুইট এখন ভাইরাল। নেটাগরিকদের মধ্যে এ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ওই চালককের যেন কঠোর শাস্তি হয়, সে দাবিই তুলেছেন অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘আমরা যত অ্যাপ নির্ভর হয়ে পড়ছি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ কিন্তু ততই বাড়ছে।’’ আর এক মহিলা লিখেছেন, ‘‘যা ঘটেছে, সেটা খুবই উদ্বেগের। তবে আমাদের রোজ এমন নানা ঘটনার মুখোমুখি হতে হয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy