Advertisement
২৯ সেপ্টেম্বর ২০২৪
Plants For study Table

পড়ার টেবিলে সবুজের ছোঁয়া আনতে কোন কোন গাছ রাখতে পারেন?

পড়ার টেবিলে বই তো থাকবেই। তবে একটু জায়গা বার করে সাজিয়ে রাখতে পারেন গাছও। সবুজের ছোঁয়া আরাম পাবে চোখ, মনও শান্ত হবে।

পড়ার টেবিলে থাক সবুজের ছোঁয়া।

পড়ার টেবিলে থাক সবুজের ছোঁয়া। ছবি: ফ্রি পিক

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২৪ ২০:২৩
Share: Save:

পড়ার টেবিলে কি শুধুই পড়াশোনার জিনিস থাকবে? চোখের শান্তি ও মনের আরামের জন্য সেখানেও রাখতে পারেন ছোটখাটো গাছ। সবুজের ছোঁয়া থাকলে চোখও আরাম পাবে। শুধু কি তা, গাছ ঘরের বাতাসকেও দূষণমুক্ত করবে।

কোন গাছে সাজাবেন পড়ার টেবিল?

লাকি ব্যাম্বু

ছোট্ট এই গাছের জন্য বিশেষ যত্নআত্তির দরকার হয় না। জলেই দিব্যি বেড়ে উঠতে পারে ‘লাকি ব্যাম্বু’। ঘর সাজানোর জন্যও এই গাছ ব্যবহার করা হয়। অনেকে মনে করেন ‘লাকি ব্যাম্বু’ সৌভাগ্য বয়ে আনে।

জেডজেড প্ল্যান্ট

ঘন সবুজ পাতার গাছটি পড়ার টেবিলে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভাল লাগবে। মাঝারি আকারের গাছ এ ক্ষেত্রে উপযুক্ত হবে।

পিস লিলি

এই গাছের পাতাগুলি যেমন সুন্দর, তেমনই সুন্দর তার ফুল। পড়ার টেবিলে যদি ফুলে ভরা এমন একটি গাছ থাকে, মন ভাল হয়ে যাবে। ঘরকে দূষণমুক্ত রাখতেও এই গাছ সাহায্য করে।

পোথোস

লতানে এই গাছের পাতাগুলি দেখতে খুব সুন্দর। কোনওটি সবুজ, কোনওটিতে থাকে হলুদের আভা। পড়ার টেবিলে এই গাছও ভাল মানাবে।

জেড প্ল্যান্ট

ছোট ছোট পাতার গাছটি বেড়ে গেলে বেশ ঝাঁকড়া লাগে। পড়ার টেবিলে সবুজের ছোঁয়া আনতে এই গাছও রাখতে পারেন। মাঝেমধ্যে সামান্য জল দিলেই হল। রোদের দরকার হয় না। ঘরের টেবিলে দিব্যি মানিয়ে যাবে গাছটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Study Table Home Decor plants Lifestyle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE