Advertisement
০৫ অক্টোবর ২০২৪
Monsoon home tips

আসবাব থেকে জুতো, জামা, ব্যাগ, বর্ষায় কী ভাবে যত্নে রাখবেন?

আসবাবপত্র থেকে জামা-কাপড়, চামড়ার জিনিস বর্ষা এলেই দরকার হয় বাড়তি যত্নের। কী ভাবে ভাল রাখবেন জিনিসপত্র?

বর্ষায় যত্ন প্রয়োজন আসবাবপত্র থেকে কাপড়, ব্যাগেরও।

বর্ষায় যত্ন প্রয়োজন আসবাবপত্র থেকে কাপড়, ব্যাগেরও। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৪ ২১:০১
Share: Save:

বর্ষার মরসুম মানেই বাতাসে থাকে অতিরিক্ত আর্দ্রতা। ঘরের মধ্যে কেমন যেন ভ্যাপসা গন্ধ, স্যাঁতস্যাতে ভাব। ঝমঝমানো বৃষ্টির জের এসে পড়ে বাড়ির অন্দরেও। বাড়তি যত্নের দরকার পড়ে আসবাবপত্রের। চামড়ার ব্যাগ-জুতোতেও এই সময় সাদা ছোপ পড়ে যায়। জামাকাপড়েও কেমন যেন গন্ধ ছাড়ে। বর্ষায় কী ভাবে যত্নে রাখবেন বাড়ির জিনিসপত্র?

আসবাবপত্র

ঘরে লোহার আসবাব যেমন থাকে, তেমন থাকে কাঠেরও। বর্ষার দিনে লোহার আসবাবপত্রে মরচে ধরার সম্ভাবনা বেড়ে যায়। বিশেষত মেঝের সংস্পর্শে থাকলে রট আয়রনের খাট, আলমারির পায়াগুলিতে মরচে ধরতে পারে। তাই কাঠ বা প্লাস্টিকের কোনও স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। কাঠের আসবাবেও এই সময় ছত্রাকের আক্রমণ হতে পারে। বিশেষত, ভিজে ভাব থাকলে। বর্ষার আগে কাঠের আসবাবপত্র এক বার বার্নিশ করিয়ে নিন।

কাপড়

আধভেজা কাপড় কাচার জন্য ফেলে রাখবেন না। এতে কাপড়ে খারাপ গন্ধ হয়ে যায়। বর্ষার সময় কাপড়কাচা সাবানের সঙ্গে এক চামচ ভিনিগার বা বেকিং সোডা মিশিয়ে কেচে নিন। ড্রায়ারে শুকিয়ে নিন। এর পরেও কিছুটা ভিজে ভাব থাকে। রোদ না থাকলে পাখার হাওয়ায় কাপড় মেলে দিন। ভাল ভাবে শুকোলে তবেই আলমারিতে তুলুন। বর্ষার মরসুমে আলমারির ভিতরও স্যাঁতসেঁতে হয়ে থাকে। জামাকাপড়ে ন্যাপথলিনের পাশাপাশি শুকনো নিমপাতা, কর্পূর রাখতে পারেন। এতে কাপড় চট করে পোকায় কাটবে না।

মোবাইল

বর্ষার দিনে সবচেয়ে বেশি জল-হাওয়া লাগে মোবাইলে। জল লাগলে শুকনো কাপড় দিয়ে মোবাইল মুছে নিন। পাশাপাশি, জল যাতে না লাগে, তার জন্য বর্ষার দিনে বেরোলে প্লাস্টিকের কভার পরিয়ে রাখুন।

চামড়ার জিনিস

বর্ষায় চামড়ায় জিনিসে ছত্রাকের আক্রমণ বেড়ে যায়। জুতো হোক বা ব্যাগ, সাদা সাদা তুলোর মতো ছোপ দেখা যায়। বর্ষার মরসুম আসার আগেই পরিষ্কার কাপড়ে ব্যাগ, জুতো মুড়ে রাখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monsoon home tips Home Care Home Care Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE