না আছে উঠোন, না আছে কুয়োতলা। বাড়ি বা ফ্ল্যাটের সামনে-পিছনে শুধুই বাড়ি বা ফ্ল্যাট, নয়তো রাস্তা। এখন আর বাগান করার শখ মেটানোর মতো একফালি জায়গাও নেই কোথাও। প্রায় একই অবস্থা শহর এবং শহরতলিতে। কিন্তু নেশা কি বাধা মানে? বাগান করার নেশা থাকলে, ঘরের জানলা, বারান্দা, বাড়ির সামনের এক টুকরো ফাঁকা জমিতেও এখন ফুলগাছ, পাতাবাহার অথবা সব্জির গাছ লাগিয়ে থাকেন অনেকে। কিন্তু যদি সেইটুকু জায়গাও না থাকে? সে ক্ষেত্রেও উপায় রয়েছে। প্রয়োজন কেবল একটি বারান্দা, একটি দেওয়াল।
বারান্দার সরু লম্বাটে দেওয়ালটিই ঢেকে ফেলুন সবুজে। উল্লম্ব ভাবে দেওয়াল বাগান দেখে কঠিন মনে হলেও আদৌ তা নয়। অতি সহজেই কয়েক রকম ভাবে সাজাতে পারেন দেওয়ালটি। নীচে রইল তালিকা—

লোহার জালে ঝুলন্ত টবেও বাগান করে দেখতে পারেন। ছবি: সংগৃহীত।
লোহার জালে ঝুলন্ত টবে বাগান- প্রথমেই প্রয়োজন একটি টেকসই আয়রন মেশ। আয়রন মেশ এক ধরনের ইস্পাত বা লোহার তৈরি জাল। বর্গাকার বা আয়তাকারে তারগুলি একে অপরের সঙ্গে যুক্ত থাকে। সেটি কিনে কাঠের ফ্রেমে আটকাতে হবে। তার আগে দেওয়ালে প্লাস্টিক দিয়ে ঢেকে দিন, যাতে দেওয়াল আর্দ্র না হয়ে যায়। এবার মেশের মধ্যে হুক দেওয়া টব ঝুলিয়ে ঝুলিয়ে তাতে গাছ লাগিয়ে দিন। এ ভাবেই তুলসী, পুদিনার মতো ভেষজ, ছোট ফুলের গাছ অথবা ফার্নও লাগাতে পারেন।
তাকের মতো বাগান- দেওয়ালের উপর থেকে নীচ পর্যন্ত কাঠেক তক্তা আটকে দিন। হালকা টব নিয়ে তাকগুলিতে সাজিয়ে নিন। এখানে ছোট ফুলের গাছ অথবা পাতাবাহার, নয়তো লতানে গাছ লাগাতে পারেন।পি

পিভিসি পাইপ দিয়েই তৈরি করে নিতে পারেন মনপসন্দ দেওয়াল বাগান। ছবি: সংগৃহীত।
পাইপ দিয়ে তৈরি বাগান- বাড়ির পরিত্যক্ত পিভিসি-র পাইপগুলি কেটে কেটে সুন্দর বাগান করা যায় দেওয়ালে। পাইপের নীচে ফুটো করে নিন, যাতে জল বেরোতে পারে। এ বার পাইপের একটি দিক আয়তাকারে কেটে নিন। তাতে মাটি, কম্পোস্ট এবং কোকোপিট মিশিয়ে ভরে দিন। প্রত্যেকটি পাইপের টুকরোকে টেকসই দড়ি দিয়ে আটকে নিয়ে দেওয়ালে ঝুলিয়ে দিন। এই ধরনের বাগানে ধনেপাতা, পালং শাকের চাষ করা যায়।
ব্যাগ বা থলিতে ঝুলন্ত বাগান- আগেকার দিনে কাগজপত্র রাখার জন্য এক ধরনের ঝুলন্ত থলি ব্যবহার করা হত ঘরে। দেওয়ালে আটকানো থাকত সেটি। একটির মধ্যেই থাকত অনেকগুলি পকেট। সেই পকেটগুলিতেই গাছ লাগানো যায়। দেওয়ালে ঝুলিয়ে দিয়ে পেরেক দিয়ে আটকে দিন সেই থলিটি। তার পর পকেটগুলিতে মাটি এ কম্পোস্টের মিশ্রণ ভরে দিন। ছোট ছোট ফুলগাছ জন্য উপযুক্ত এই পকেটগুলি।

ব্যাগ বা থলি দিয়েও হতে পারে ঝুলন্ত দেওয়াল বাগান। ছবি: সংগৃহীত।
দেওয়াল-বাগানের যত্ন নেবেন কী ভাবে?
১) এই ধরনের বাগানগুলিতে গাছের জন্য পর্যাপ্ত জল প্রয়োজন। তবে খেয়াল রাখতে হবে, যেন অতিরিক্ত জল জমে না থাকে। জল বেরোনোর জন্য ব্যবস্থা রাখতে হবে।
২) দেওয়ালের বাগানের ক্ষেত্রে দেওয়ালের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। দেখতে হবে, দেওয়াল যেন ভিজে না যায়। তার জন্য দেওয়ালে টাইল্স বসিয়ে দেওয়া যেতে পারে, অথবা প্লাস্টিকের শিট ব্যবহার করা যেতে পারে।

দেওয়াল-বাগানের যত্ন নেবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।
৩) গাছগুলি যেন পর্যাপ্ত সূর্যের আলো পায়, তার দিকে বিশেষ নজর দিতে হবে। সাধারণত দেওয়ালের সব অংশ সবসময়ে আলো পায় না, তাই এমনই গাছ বেছে নিতে হবে, যেগুলির জন্য কম সূর্যালোকই যথেষ্ট। যেমন, ফার্ন বা মানিপ্লান্ট। যেখানে বেশি আলো পড়ে, সেখানে ভেষজ গাছ বা সব্জির গাছ।
৪) গাছগুলির সঠিক বৃদ্ধির জন্য জৈব সার ব্যবহার করা প্রয়োজন। মাটিও যেন হালকা হয়, নয়তো কম্পোস্ট, কোকোপিট ভাল ভাবে মিশবে না।
৫) এ ছাড়া, নিয়মিত গাছের পাতা ছাঁটতে হবে। পোকামাকড় বসছে কিনা দেখতে হবে। প্রয়োজনে মাটি পাল্টে নিতে হবে মাঝেমধ্যে।