ডালিয়া গাছে শীতকাল জুড়ে ভালই ফুল ফুটেছে। তবে বসন্তের সময় থেকে আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে গাছ। কমে যায় ফুলও। এই সময় গাছ উপড়ে ফেলে দেওয়ার আগে শুকিয়ে যাওয়া ফুল থেকে সংগ্রহ করে নিতে পারেন বীজ। সঠিক ভাবে বীজ সংরক্ষণ করে রাখলে পরের বছরে তা থেকেই পাওয়া যাবে নতুন গাছ। চারা কেনার দরকার পড়বে না।
কী ভাবে ডালিয়ার বীজ সংগ্রহ করবেন?
ফুল শুকিয়ে গেলে পাপড়িগুলি ফেলে দিন। পাপ়ড়ির নীচে থাকে শুকিয়ে যাওয়া বৃন্ত। সেই বৃন্তে হালকা চাপ দিলেই বেরিয়ে আসবে লম্বাটে বীজ। তবে ফুল আগে থেকে ছিঁড়ে রোদে শুকিয়ে নেওয়ার দরকার নেই। বরং গাছে শুকিয়ে যাওয়া ফুল থেকে বীজ সংগ্রহ করাই ভাল।
আরও পড়ুন:
সংরক্ষণ: সংরক্ষণের আগে বীজ খুব ভাল করে রোদে শুকিয়ে নেওয়া দরকার। ৪-৫ দিন রোদে রাখলেই হবে।
শুকনো বীজ কাগজের খাম, বা প্লাস্টিকের ছোট প্যাকেটে ভরে শুষ্ক এবং অন্ধকার জায়গায় রাখতে হবে।
আর্দ্রতা এবং তাপমাত্রা: স্যাঁতসেতে জায়গায়, বাড়তি আর্দ্রতায় বীজ যেমন পচে যেতে পারে, তেমনই অঙ্কুরোদগমও শুরু হয়ে যেতে পারে। ৩২ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা বীজ সংরক্ষণের জন্য বিশেষ ভাল নয়। আবার অতিরিক্ত আলোতেও তা রাখলে বীজের গুণ নষ্ট হতে পারে।
কী ভাবে বীজ থেকে চারা হবে?
ডালিয়া গাছের জন্য দোআঁশ মাটি ভাল। তবে জল নিষ্কাশনে যেন সমস্যা না থাকে, দেখা দরকার। ডালিয়ার মরসুম আসার আগে একটি ছোট জায়াগায় মাটি নিয়ে বীজ ছড়িয়ে দিন। বীজগুলি যেন গায়ে গায়ে না থাকে। তার উপর অল্প করে জল দিয়ে দিতে হবে। উপযুক্ত আলো-হাওয়া পেলে দিন কয়েকের মধ্যেই বীজ থেকে চারা গজাবে। চারা হওয়ার পর সার দিয়ে উপযুক্ত মাটি প্রস্তুত করে সেগুলি টবে বসিয়ে দিলেই আবার গাছ বড় হয়ে ফুল ফুটবে।