হাজার বিতর্ক সত্ত্বেও নিজেদের মেসেজিং মাধ্যমটিকে নানা ভাবে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন বৈশিষ্ট নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপের কোনও সদস্যের কোনও বার্তা পছন্দসই না হলে সেটিকে মুছে দিতে পারবেন গ্রুপ অ্যাডমিন।
এর সঙ্গে নতুন বৈশিষ্ট, গ্রুপে যাঁর বার্তা মুছে ফেলা হচ্ছে, তিনি একটি বিশেষ সতর্কবার্তা পাবেন। যাতে লেখা থাকবে, ‘বার্তাটি অ্যাডমিন মুছে ফেলেছেন।’ একটি টুইট করে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘আপনি যদি এক জন গ্রুপ অ্যাডমিন হন, তবে আপনি গ্রুপের যে কোনও বার্তা মুছে দিতে পারবেন।’ নিজেদের টুইটে একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ। সেখানেও বিষয়টি দেখা যাবে।
If you are a group admin, you will be able to delete any message for everyone in your groups, in a future update of WhatsApp beta for Android.
— WABetaInfo (@WABetaInfo) January 26, 2022
A good moderation, finally. #WhatsApp pic.twitter.com/Gxw1AANg7M
বৈশিষ্টটি এখনও পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই একটি আপডেটের মাধ্যমে অ্যান্ডরয়েড ব্যবহারকারীরা এই বৈশিষ্টটি উপভোগ করতে পারবেন। এক বার চালু হয়ে গেলে, গ্রুপ অ্যাডমিনরা আপত্তিকর বার্তা মুছে ফেলতে পারবেন।