অ্যাপ ক্যাপ ড্রাইভার আবদুল কাদের। ছবি: সংগৃহীত।
অ্যাপ ক্যাবে চড়েই যদি আপনি মনের মতো স্ন্যাক্স, পানীয় আর গরমে তেষ্টা মেটানোর জন্য জল খেতে পারেন, তা হলে কেমন হয়? ভাবছেন তো, অ্যাপ ক্যাবে এমন সুযোগ আর পাবেন কোথায়? সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী সমাজমাধ্যমে অ্যাপ ক্যাবে চড়ার এক দারুণ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। শ্যামল যাদব নামে ওই ব্যক্তি আবদুল কাদেরের অ্যাপ ক্যাবে চড়ে অবাক হয়ে যান। গাড়িতে রয়েছে হরেক রকম স্ন্যাক্স আর পানীয়। যাত্রীরা চাইলে বিনামূল্যেই সেই সব চেখে দেখতে পারেন। শুধু কি তাই, গাড়িতে উঠলেই যাত্রীরা বিনামূল্যে ওয়াইফাইও ব্যবহার করতে পারেন।
সাত বছর ধরে দিল্লির রাস্তায় অ্যাপ ক্যাব চালাচ্ছেন ৪৮ বছর বয়সি আবদুল। এই সময়ের মধ্যে তিনি খুব কমই ট্রিপই বাতিল করেছেন। চালকের পিছনের সিটেই সারি করে সাজানো চিপ্স, কুকিজ়, বিস্কুট, চকোলেট, নরম পানীয়, টুথপিক, পারফিউম, টিস্যু, ছাতা, প্রাথমিক চিকিৎসার সামগ্রী, আরও কত কী। আরও একটি জিনিস রয়েছে আবদুলের গাড়িতে। গাড়িতে রাখা রয়েছে দরিদ্র শিশুদের জন্য অনুদান বাক্স। যাত্রীরা ইচ্ছে করলে তাঁদের সামর্থ্য অনুযায়ী টাকা সেই বাক্সে দান করতে পারেন। গাড়িতে যাত্রীদের জন্য দু’টি নির্দেশও লিখে রেখেছেন আবদুল। প্রথম লাইনে লেখা, ‘‘আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি।
Using Uber today @ an interesting driver Abdul Qadeer, 48. He has first aid kit, many other essentials for riders for free as well as donation box for poor children, says hardly canceled any ride in 7 years. Impressed with him pic.twitter.com/EfBphXIHT1
— Shyamlal Yadav (@RTIExpress) June 26, 2023
পোশাকের ভিত্তিতে আমরা যে কোনও ধর্মকে চিহ্নিত করতে পারি। আপনাদের কাছে বিনীত আবেদন, একে অপরের প্রতি বিনয়ী হোন। সমাজের জন্য যাঁরা ভাল কাজ করছেন, তাঁদের দেখে আমাদেরও শিখতে হবে।’’ এই লেখার নীচেই আবদুল লিখে রেখেছেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। আবদুলের কাছে একটি ডায়েরিও রয়েছে, যাত্রীরা চাইলে সেই ডায়েরিতে তাঁদের এই ক্যাবে চড়ার অভিজ্ঞতাও লিখে রাখতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy