কলার সঙ্গে কোন খাবার খাবেন না? ছবি: সংগৃহীত।
ফল মাত্রেই স্বাস্থ্যকর। শরীরের যত্ন নিতে ফল খাওয়ার সত্যিই কোনও বিকল্প নেই। বিশেষ করে কলা শরীরে বাড়তি পুষ্টি জোগায়। ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি— কলার গুণ অনেক। ফিট থাকতে রোজ কলা খাওয়ার কথা বলে থাকেন পুষ্টিবিদেরা। বাচ্চাদের জন্যেও কলা অত্যন্ত স্বাস্থ্যকর। কলায় থাকা পটাশিয়াম হৃদ্রোগের ঝুঁকি কমায়। তবে কলার এত গুণ থাকলেও কিছু খাবার এই ফলের সঙ্গে খেলে হিতে বিপরীত হতে পারে।
দুগ্ধজাত খাবার
কলায় রয়েছে ভরপুর পরিমাণে প্রোটিন, ফাইবার, মিনারেলস, ম্যাগনেশিয়ামের মতো উপাদান। কিন্তু যখনই দুধ কিংবা দুগ্ধজাত খাবারের সঙ্গে কলা খাচ্ছেন, তখনই হজমের গোলমাল দেখা দিতে পারে। দুধে ফ্যাটের পরিমাণ বেশি। এই ফ্যাট গ্যাস-অম্বলের কারণ হতে পারে।
সাইট্রাস জাতীয় ফল
কলার সঙ্গে টক ফল খেতে বারণ করেন পুষ্টিবিদেরা। কমলালেবু, আঙুর, আনারস হল সাইট্রাস জাতীয় ফল। এ ধরনের ফলে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। কলাতেও অ্যাসিড রয়েছে। দুটো ফলে থাকা অ্যাসিড শরীরে প্রবেশ করলে বুকজ্বালা, অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে।
কাঁচা কলা
পাকা কলা হজম করা সহজ। কিন্তু কাঁচকলা সহজপাচ্য নয়। ফলে কাঁচা এবং পাকা কলা একসঙ্গে খেলে হিতে বিপরীত হতে পারে। কাঁচকলায় স্টার্চের পরিমাণ বেশি। পাকা কলায় স্টার্চ নেই বললেই চলে। কাঁচা কলার সঙ্গে পাকা কলা খেলে স্টার্চের কারণে বদহজম হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy