Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
Food Safety Tips

কিছু খাবার ফ্রিজে রাখলে টাটকা থাকে না, উল্টে ‘বিষ’ হয়ে ওঠে! জেনে নিন কোনগুলি

এমন কিছু খাবার আছে যেগুলি ফ্রিজে রাখলে উল্টে নষ্ট হয়ে যেতে পারে। কোন খাবারগুলি ভুলেও ফ্রিজে রাখবেন না?

কিছু খাবার ফ্রিজে না রাখাই শ্রেয়।

কিছু খাবার ফ্রিজে না রাখাই শ্রেয়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০১
Share: Save:

কাঁচা সব্জি, রান্না করা খাবার, ফল, মিষ্টি দু’-এক দিন টাটকা রাখতে ফ্রিজ একমাত্র ভরসা। ব্যস্ততার সময়ে ফ্রিজ-ই হল অগতির গতি। একেবারে বেশি করে খাবার বানিয়ে ফ্রিজে রেখে দিলেই নিশ্চিন্ত। পরের দু-চার দিন হেঁশেল থেকে ছুটি। তবে ফ্রিজে খাবার রাখারও কিছু বিধিনিষেধ রয়েছে। সব খাবার ফ্রিজবন্দি করা যায় না। এমন কিছু খাবার আছে যেগুলি ফ্রিজে রাখলে উল্টে নষ্ট হয়ে যেতে পারে। কোন খাবারগুলি ভুলেও ফ্রিজে রাখবেন না?

আদা

আদাও ফ্রিজে রাখা মোটেই উচিত নয়। ফ্রিজে রাখলে আদার উপরেও ছত্রাক বাসা বাঁধে। সেই আদা রান্নায় ব্যবহার করলে কিংবা কাঁচা খেলে কিডনি ও লিভারের রোগ হতে পারে।

ভাত

অনেকের ধারণা ফ্রিজে রাখা ভাত খেলে নাকি কোলেস্টেরল ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তবে এই ধারণা ঠিক নয়। ভাতে খুব তাড়াতাড়ি ছত্রাক বাসা বাঁধে, তা থেকে পেটের সমস্যা হতেই পারে। তাই ২৪ ঘণ্টার বেশি ভাত ফ্রিজে না রাখাই ভাল।

রসুন

বাজারে এখন ছাড়ানো রসুনের কোয়া কিনতে পাওয়া যায়। ছাড়ানো রসুন কিনে কিংবা রসুন বেটে কখনওই ফ্রিজে রাখবেন না। ছাড়ানো রসুনে খুব তাড়াতাড়ি ছত্রাক বাসা বাঁধে। এই প্রকার ছত্রাক থেকে ক্যানসারের আশঙ্কাও রয়েছে। তাই বাজার থেকে গোটা রসুন কেনাই ভাল। রান্নার ঠিক আগেই রসুন ছাড়িয়ে তা ব্যবহার করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fridge Food
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE