প্রসবের পর মায়েদের শরীর দুর্বল থাকে, তাই খুব বেশি কসরত করা সম্ভব হয় না। আবার, সন্তানকে স্তন্যপান করাতে হয় বলে ডায়েট থেকে সব ধরনের খাবার বাদও দেওয়া যায় না। তাই আগের মতো ছিপছিপে চেহারায় ফিরে আসতে তাঁদের বেশ বেগ পেতে হয়। তবে, প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কয়েকটি আসন অভ্যাস করতে পারলে কোমর, তলপেটের গঠন আবার আগের জায়গায় ফিরে আসতে পারে।