Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Instant Noodles

Instant Noodles: খিদে পেলেই ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছেন? কী ক্ষতি হচ্ছে এর ফলে

এই জাতীয় নুডল শরীরের জন্য মোটেই ভাল নয়। তেমনই বলেন চিকিৎসকরা। কী কী সমস্যা হয় এমন নুডল খেলে?

ইনস্ট্যান্ট নুডলস কি শরীরের ক্ষতি করে?

ইনস্ট্যান্ট নুডলস কি শরীরের ক্ষতি করে? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৯
Share: Save:

খিদের মুখে অনেকেই নুডল বানিয়ে খেয়ে ফেলেন। বহু কোম্পানিই এমন নুডল তৈরি করে, যা চট করে বানিয়ে ফেলা যায়। এগুলির প্রচলিত নাম ‘ইনস্ট্যান্ট নুডলস’। রান্না করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে বলে এই ধরনের নুডল ব্যাপক জনপ্রিয়।

কিন্তু এই জাতীয় নুডল শরীরের জন্য মোটেই ভাল নয়। তেমনই বলেন চিকিৎসকরা। কী কী সমস্যা হয় এমন নুডল খেলে?

• এই জাতীয় নুডলে এমএসজি (মোনোসোডিয়াম গ্লুটামেট) নামক উপাদান থাকে। এটি শরীরের জন্য খারাপ। এটির কারণে ওজন বৃদ্ধি হয়, রক্তচাপ বাড়ে।

• এই এমএসজি মস্তিষ্কেও প্রভাব ফেলে। মস্তিষ্কের কিছু স্নায়ু উদ্দীপিত হয়। তাতে সাময়িক ভাল লাগা তৈরি হয়। এটি ইনস্ট্যান্ট নুডলসের প্রতি আসক্তি বাড়িয়ে তোলে।

• এই জাতীয় নুডলে প্রচুর ক্যালোরি, চিনি, স্যাচুরেটেড ফ্যাট থাকে। অথচ প্রোটিন বা অন্য কোনও পুষ্টিগুণ থাকে না। ফলে এগুলি শরীরের কাজে লাগে না।

• এতে প্রচুর সোডিয়াম থাকে। তাতে হৃদ্‌যন্ত্রের ক্ষতি হয়। হৃদ্‌রোগের আশঙ্কা বাড়ে।

• এই ধরনের নুডলে প্রচুর সিসা, পারদ, তামার মতো ধাতুর কণা থাকে। এগুলি ধীরে ধীরে বিষক্রিয়া ঘটায়।

অন্য বিষয়গুলি:

Instant Noodles Health Problems Memory Loss
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy