সোমবার থেকেই টুইটার খুলে ইউজ়াররা দেখতে পাচ্ছেন এই নতুন লোগো। ফাইল চিত্র।
১৭ বছর পর বদল এল টুইটারের লোগোয়। নীল রঙের পাখি নয়, এখন টুইটারের লোগো হিসাবে দেখা যাচ্ছে বাদামিরঙা এক সারমেয়র ছবি। টুইটার কর্তা ইলন মাস্ক নিজেই নতুন লোগোর ছবি পোস্ট করেন এই মাইক্রোব্লগিং সাইটে।
সোমবার থেকেই টুইটার খুলে ইউজাররা দেখতে পাচ্ছেন এই নতুন লোগো। হোমপেজ থেকে উড়ে গিয়েছে চিরপরিচিত নীল পাখিটি। পাখির জায়গা দখল করেছে শিবা ইনু প্রজাতির একটি কুকুর। তবে নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় এই কুকুরটিও। ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সির লোগো হিসাবে ব্যবহার করা হয় এই কুকুরের ছবি।
টুইটার ব্যবহারকারীদের মধ্যে নয়া লোগো নিয়ে জল্পনা শুরু হতেই আসরে নামেন মাস্ক। একটি ছবি টুইট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশকর্মী। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না তিনি। তাঁর ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নয়া লোগো বলছে, “ওটা আসলে পুরনো ছবি।”
আরও একটি টুইট করেন মাস্ক। এক টুইটার ব্যবহারকারীর সঙ্গে পুরনো কথোপকথনের ছবি ভাগ করে নেন ইলন। সেখানে এক টুইটার ব্যবহারী ইলনকে বলেন, “টুইটার কিনে পাখির লোগোটি বদলে ‘ডগি’র ছবি লাগান।” ইলন তখন বলেন, “হ্যাঁ এটার দরকার আছে।” টুইটার কর্তা সেই বার্তালাপের ছবি ভাগ করে বলেন, ‘‘কথা রাখলাম।’’
— Elon Musk (@elonmusk) April 3, 2023
যদিও মোবাইলে টুইটার খুললে পুরনো লোগোই দেখা যাচ্ছে। ডেস্কটক কিংবা ল্যাপটপ থেকে খুললে তবেই দেখা যাচ্ছে নতুন লোগো। চারদিকে প্রশ্ন উঠছে, অন্য একটি সংস্থার লোগো কেন ব্যবহার করেছেন মাস্ক? অন্য দিকে, টুইটারের লোগো বদলের পরেই এক ধাক্কায় ডগিকয়েনের বাজারদর ৩০ শতাংশ বেড়ে গিয়েছে।
As promised pic.twitter.com/Jc1TnAqxAV
— Elon Musk (@elonmusk) April 3, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy