Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Durga Puja 2019

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৪২৬ সনের দুর্গাপূজার নির্ঘণ্ট

জেনে নিন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ১৪২৬ সনের দুর্গাপুজোর বিষয় কী বলছে

দুর্গাপুজার নির্ঘন্ট ও সময়সূচি

দুর্গাপুজার নির্ঘন্ট ও সময়সূচি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৫
Share: Save:

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দুর্গাপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

মহালয়া অমাবস্যা আরম্ভ:

বাংলা তারিখ: ১০ আশ্বিন ১৪২৬, শুক্রবার।

ইং: ২৭/০৯/২০১৯।

সময়: রাত্রি ০৩টে ৪৬ মিনিট থেকে।

অমাবস্যা শেষ:

বাংলা তারিখ: ১১ আশ্বিন ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ২৮/০৯/২০১৯।

সময়: রাত্রি ১১টা ৫৬ মিনিট পর্যন্ত।

মহালয়া পার্বণ শ্রাদ্ধম্:

বাংলা তারিখ: ১১ আশ্বিন ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ২৮/০৯/২০১৯।

সময়: রাত্রি ১১টা ৫৬ মিনিট পর্যন্ত।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৪২৬ সনের শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট:

মা দুর্গার ঘোটকে আগমন

ফল: ছত্রভঙ্গস্তুরঙ্গমে।

মা দুর্গার ঘোটকে গমন

ফল: ছত্রভঙ্গস্তুরঙ্গমে।

পঞ্চমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৫ আশ্বিন ১৪২৬, বুধবার।

ইং তারিখ: ০২/১০/২০১৯।

সময়: বেলা ১১টা ৪০ মিনিট থেকে।

পঞ্চমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৬ আশ্বিন ১৪২৬ বৃহস্পতিবার।

ইং তারিখ: ০৩/১০/২০১৯।

সময়: বেলা ১০টা ৪২ মিনিট পর্যন্ত।

সায়ংকালে শ্রীশ্রী দুর্গাদেবীর বোধন।

আরও পড়ুন: গুপ্তপ্রেস মতে ১৪২৬ সনের মহালয়া এবং দুর্গাপূজার নির্ঘন্ট ও সময়সূচি

ষষ্ঠী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৬ আশ্বিন ১৪২৬ বৃহস্পতিবার।

ইং তারিখ: ০৩/১০/২০১৯।

সময়: সকাল ১০টা ৪২ মিনিট থেকে।

ষষ্ঠী তিথি শেষ:

বাংলা: ১৭ আশ্বিন ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ০৪/১০/২০১৯।

সময়: সকাল ০৯টা ৩৫ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রী দুর্গাষষ্ঠী:

সময়: সকাল ০৯টা ২৮ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ০৮টা ২৯ মিনিটের মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং ষষ্ঠী বিহিত পূজা (তৃতীয় কল্প) প্রশস্তা।

সায়ংকালে শ্রীশ্রীদুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস।

সপ্তমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৭ আশ্বিন ১৪২৬, শুক্রবার।

ইং তারিখ: ০৪/১০/২০১৯।

সময়: সকাল ০৯টা ৩৫ মিনিট থেকে।

সপ্তমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৮ আশ্বিন ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ০৫/১০/২০১৯।

সময়: সকাল ০৯টা ৫১ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রী দুর্গাদেবীর সপ্তমী বিহিত পূজা:

বাংলা তারিখ: ১৮ আশ্বিন ১৪২৬ শনিবার।

ইং তারিখ: ০৫/১০/২০১৯।

সময়: সকাল ০৯টা ৫১ মিনিট পর্যন্ত।

সময়: পূর্বাহ্ন ৯টা ২৮ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা থেকে ৯টা ২৮ মিনিটের মধ্যে শ্রীশ্রীদুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ (চতুর্থ কল্প) ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। রাত্রি ১১টা ১ মিনিট থেকে রাত্রি ১১টা ৪৯ মিনিটের মধ্যে কুলাচারানুসারে শ্রীশ্রীদেবীর অর্ধরাত্র বিহিত পূজা।

অষ্টমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৮ আশ্বিন ১৪২৬, শনিবার।

ইং তারিখ: ০৫/১০/২০১৯।

সময়: সকাল ৯টা ৫১ মিনিট থেকে

অষ্টমী তিথি শেষ:

বাংলা তারিখ: ১৯ আশ্বিন ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ০৬/১০/২০১৯।

সময়: সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রীদুর্গা মহাষ্টমী বিহিত পূজা:

বাংলা তারিখ: ১৯ আশ্বিন ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ০৬/১০/২০১৯।

সময়: পূর্বাহ্ন ৯টা ২৮ মিনিটের মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা, মহাষ্টম্যাদি কল্পারম্ভ (পঞ্চম কল্প) ও কেবল মহাষ্টমী কল্পে (ষষ্ঠ কল্প) পূজা প্রশস্তা। মহাষ্টমী ও বীরাষ্টমী ব্রতোপবাস।

আরও পড়ুন: গুপ্তপ্রেস মতে ১৪২৬ সনের মহালয়া এবং দুর্গাপূজার নির্ঘন্ট ও সময়সূচি

সন্ধিপূজারম্ভ:

সময়: সকাল ১০টা ৩১ মিনিট থেকে।

সন্ধিপূজা সমাপন:

সময়: সকাল ১১টা ১৯ মিনিট মধ্যে।

বলিদান:

সময়: সকাল ১০টা ৫৫ মিনিটের পর।

শ্রীশ্রীকালিকা দেব্যাবির্ভাব। শ্রীমহিষমর্দিনী দেব্যাবির্ভাব মহারাত্রি নিমিত্তানুষ্ঠান। কুমারী পূজা।

নবমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ১৯ আশ্বিন ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ০৬/১০/২০১৯।

সময়: সকাল ১০টা ৫৫ মিনিট থেকে।

নবমী তিথি শেষ:

বাংলা তারিখ: ২০ আশ্বিন ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ০৭/১০/২০১৯।

সময়: সকাল ১২টা ৩৮ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রীদুর্গাদেবীর মহানবমী বিহিত পূজা:

বাংলা তারিখ: ২০ আশ্বিন ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ০৭/১০/২০১৯।

সময়: পূর্বাহ্ন ৯টা ২৮ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ১ মিনিট মধ্যে পুনরায় ৮টা ২৯ মিনিট থেকে ৯টা ২৮ মিনিটের মধ্যে। শ্রীশ্রীদুর্গাদেবীর মহানবমী বিহিত পূজা এবং কেবল মহানবমী কল্পে (সপ্তম কল্প) পূজা প্রশস্তা।

দশমী তিথি আরম্ভ:

বাংলা তারিখ: ২০ আশ্বিন ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ০৭/১০/২০১৯।

সময়: সকাল ১২টা ৩৮ মিনিট থেকে।

দশমী তিথি শেষ:

বাংলা তারিখ: ২১ আশ্বিন ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ০৮/১০/২০১৯।

সময়: দুপুর ২টো ৫০ মিনিট পর্যন্ত।

শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন:

বাংলা তারিখ: ২১ আশ্বিন ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ০৮/১০/২০১৯।

সময়: পূর্বাহ্ন ৯টা ২৮ মিনিটের মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ১ মিনিটের মধ্যে পুনরায় ৮টা ২৯ মিনিট থেকে ৯টা ২৮ মিনিটের মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা। কুলাচারানুসারে বিজয়া দশমী কৃত্য। বিসর্জনান্তে শ্রীশ্রীঅপরাজিতা পূজা। দশেরা।

অন্য বিষয়গুলি:

Durga Puja 2019 Ananda Utsav 2019 Time Fixtures Durga Puja Celebrations
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy