Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Gujarat

গুজরাতে বদলে গেল ড্রাগন ফলের নাম, ঠাট্টা সমাজ মাধ্যমে

ড্রাগনের সঙ্গে ভারতীয় সংস্কৃতির কোনও সম্পর্ক নেই। বরং কমল বা পদ্মফুলের সঙ্গে আছে।

বদলে গেল ড্রাগন ফলের নাম।

বদলে গেল ড্রাগন ফলের নাম।

আমদাবাদ শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৯:১৭
Share: Save:

‘ড্রাগন ফ্রুট’ নাম নিয়েও এ বার আপত্তি গুজরাত সরকারের। তাই এই ফলের নাম বদলে গেল গুজরাতে। হালে গুজরাতের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, এখন থেকে এই ফলের নাম ‘কমলম’।
কিন্তু কেন এমন নাম বদল? স্পষ্ট করে বলা না হলেও ইঙ্গিত স্পষ্ট, ড্রাগনের সঙ্গে ভারতীয় সংস্কৃতির কোনও সম্পর্ক নেই। বরং কমল বা পদ্মফুলের সঙ্গে আছে। আর এই ফলের সঙ্গে পদ্মের চেহারাগত সাযুজ্য থাকার কারণেই নাকি এমন নামবদল। এমনটাও বলেছে, ‘কমলম’ একটি সংস্কৃত শব্দ। তাই এই নামেই এ বার থেকে ডাকা হবে ফলটিকে।
ইতিমধ্যেই এই নামের পেটেন্ট দাবি করা হয়েছে গুজরাত সরকারের তরফে। তবে পেটেন্ট পাওয়ার আগেও তাঁরা এই নতুন নামেই ফলটিকে ডাকবেন বলে জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী।
তবে এই নামবদলে আবার মশকরা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। অনেকেই রসিকতা করেছেন এই নামবদল নিয়ে। অনেকেই আবার বিভিন্ন জায়গা থেকে ড্রাগনের ছবি পোস্ট করে, তার তলায় লিখেছেন, ‘এর নাম কমলম’।

অন্য বিষয়গুলি:

Gujarat Rename
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE