আমপান (প্রকৃত উচ্চারণ উম পুন) পরবর্তী পরিস্থিতিতে কোথাও বিদ্যুৎ নেই, জল নেই, মোবাইলের চার্জ শেষ। ইন্টারনেট নেই। এমন অবস্থায় প্রাণধারণের জন্য জীবনযাত্রার অনেকটাই বদলে ফেলতে হযেছে। লকডাউন বলে বাড়িতে বসে থাকার কোনও জো নেই। জলের সন্ধানে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন মানুষ। কেউ আবার বাসস্থানটুকু হারিয়ে রয়েছেন নিরাপত্তা শিবিরে। এই অবস্থায় করোনা-সচেতনতার পাঠ অনেকটাই বিশ বাঁও জলে।
এ দিকে আমপানের উপর বিষফোঁড়া হয়ে সমানে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে করোনা। দেশে এখনও পর্যন্ত আক্রান্ত প্রায় ১ লক্ষ ২৫ হাজার ১১০ জন। প্রতি দিনই রেকর্ড সংখ্যা ছুঁয়ে যাচ্ছে আক্রান্তের হিসেব। এমন অবস্থায় করোনা সংক্রান্ত সতর্কতায় ঢিলেমি দিলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না। এমন অবস্থায় কী কী মেনে চলতেই হবে দেখে নিন।