Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Indipendence Day Special

শুধু ভারত নয়, ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালন করে আরও ৩টি দেশ

শুধু ভারতবাসী নন, সমান উৎসাহে ১৫ অগস্ট স্বাধীনতা দিবস পালন করে বিশ্বের আরও কয়েকটি দেশ। জেনে নিন, কোন কোন দেশ রয়েছে সেই তালিকায়।

ভারত ছাড়াও ১৫ অগস্ট স্বাধীন হয়েছিল আরও কয়েকটি দেশ।

ভারত ছাড়াও ১৫ অগস্ট স্বাধীন হয়েছিল আরও কয়েকটি দেশ। ছবি: শাটারস্টক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ১০:৩৭
Share: Save:

৭৮তম স্বাধীনতা দিবস উদ্‌যাপনে সকাল থেকেই স্কুলে স্কুলে, পাড়ায় পাড়ায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে চলছে হরেক অনুষ্ঠানও। সকল সম্প্রদায়, সকল জাতির মানুষ মেতে উঠেছেন স্বাধীনতা উদ্‌যাপনে। তবে শুধু ভারতবাসী নন, সমান উৎসাহে স্বাধীনতা দিবস পালন করছে বিশ্বের আরও কয়েকটি দেশ। ঘটনাচক্রে, ভারতের মতো সেই দেশগুলিও স্বাধীন হয়েছিল ১৫ অগস্ট। জেনে নিন, কোন কোন দেশ রয়েছে সেই তালিকায়।

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া: সালটা ১৯৪৫। ১৫ অগস্ট জাপানি ঔপনিবেশিকতা কাটিয়ে স্বাধীনতা লাভ করে কোরিয়া। পরে অবশ্য উত্তর ও দক্ষিণ, দু’টি আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় কোরিয়া। এখনও প্রতি বছর ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উদ্‌যাপন করে দুই দেশ। এই দিনটিকে কোরিয়ায় ‘জাতীয় মুক্তি দিবস’ নামে অভিহিত করা হয়, কোরিয়ান ভাষায় এই দিনটির নাম ‘গওয়াংবোকজিয়ল’। যার অর্থ ‘আলোর পুনরুদ্ধার’।

বাহারিন: ভারতের মতো এই দেশটিও দীর্ঘ দিন ধরে ইংরেজদের অধীনে ছিল। ১৯৭১ এর ১৫ অগস্ট বাহারিন ইংরেজদের হাত থেকে মুক্তি লাভ করেছে, হয়েছে স্বাধীন। তবে শুধু ব্রিটিশদেরই নয়, তার আগে পর্তুগাল ও আরবের উপনিবেশ ছিল এই দেশটি। এই দেশের বেশির ভাগ বাসিন্দাই ইসলাম ধর্মাবলম্বী। দেশের জনসংখ্যা প্রায় ১৯ লক্ষ। এই দেশটিকে ‘মুক্তোর দেশ’ হিসেবেও অভিহিত করা হয়। বাহারিনের রাজধানী হল মানামা।

রিপাবলিক অফ কঙ্গো: আফ্রিকার মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হল রিপাবলিক অফ কঙ্গো। দীর্ঘ ৮০ বছর ফ্রান্সের উপনিবেশ থাকার পরে ১৯৬০ এর ১৫ই অগস্ট এই দেশটি ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা লাভ করে। রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী হল ব্রাজাভিল্লি। স্বাধীনতা লাভের পর বছর পাঁচেক ধরে নানা আন্দোলনের জেরে রাজনৈতিক অস্থিরতার সাক্ষী ছিল মধ্য আফ্রিকার এই দেশটি।

অন্য বিষয়গুলি:

Indipendence Day Special India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy