সরকার টুইট করে জানিয়েছে, গরমে জলে আদৌ করোনাভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব নয়। ছবি: সংগৃহীত।
গত বছর করোনার প্রকোপ বাড়তেই রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর এবং এই ভাইরাসের সংক্রমণ আটকানোর নানা রকম আয়ুর্বেদিক এবং ঘরোয়া টোটকা শোনা যাচ্ছিল। তার মধ্যে অন্যতম গরম জলের ব্যবহার। অনেকেই বলেছিলেন, বাইরে থেকে ফিরে গরম জলে স্নান করলে ভাইরাস মরে যাবে। বা সারাক্ষণ গরম জল খেলে তা-ও সংক্রমণের হাত থেকে রক্ষা করবে। তাই অনেকেই সেই উপদেশ এখনও মেনে চলছেন। কিন্তু এই টোটকার কার্যকারিতা কতটা, সেই ভুল ভাঙিয়ে দিল কেন্দ্রীয় সরকার।
সরকার টুইট করে জানিয়েছে, গরমে জলে আদৌ করোনাভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব নয়। ৬০ থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াসে মৃত্যু হতে পারে এই ভাইরাসে। কিন্তু সেটা সম্ভব ল্যাবরেটরির নিয়ন্ত্রিত আবহেই।
We are here to bust all #myths. Don't believe everything you read. Hot water bath or drinking warm water does not prevent #COVID-19.#IndiaFightsCorona #Unite2FightCorona @MIB_India @MoHFW_INDIA @PIB_India @drharshvardhan pic.twitter.com/iBPKS87XKV
— MyGovIndia (@mygovindia) May 8, 2021
তবে গরম জল খাওয়া বা গরম জলে গার্গল করার উপকারিতা রয়েছে অনেক। খাওয়ার পর হালকা গরম জল খেলে হজমশক্তি বাড়তে পারে। গলায় কোনও রকম অস্বস্তি বা শুকনো কাশি থাকলেও গার্গল করলে আরাম পাবেন। যাঁদের নাক বন্ধ হয়ে আসার সমস্য রয়েছে, তাঁরাও গরমে জলের ভাপ নিতে পারেন। এগুলি সবই কোভিড-রোগীদের সুস্থ হতে সাহায্য করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy