Consider These 7 Factors Before Taking A Relationship Seriously dgtl
Relationship
সম্পর্কে সিরিয়াস হওয়ার আগে নিজেকে এই ৭ প্রশ্ন করুন
প্রেমে পড়তে সময় লাগে না। কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই ভালবাসা সময়ের পরীক্ষা পাশ করতে পারে না।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১৫:৪৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
প্রেমে পড়তে সময় লাগে না। কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই ভালবাসা সময়ের পরীক্ষা পাশ করতে পারে না। অথচ সেই সম্পর্ক নিয়ে হয়তো তখন আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। তাই পরে সমস্যা এড়াতে কোনও সম্পর্ক নিয়ে সিরিয়াসলি ভাবতে বা এগিয়ে যাওয়ার আগে নিজেকে এই ৭ প্রশ্ন করুন।
০২০৮
এক ছাদের তলায় থাকলেও একে অপরকে জানতে সারা জীবন লেগে যায়। তাই যতই মনে করুন না কেন সব কিছু ভাল লাগছে, সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন সত্যিই আপনারা একে অপরকে কতটা চেনেন।
০৩০৮
যে কোনও সম্পর্কের ভিত্তি পারস্পরিক বিশ্বাস। যা গড়ে উঠতে সময় লাগে। আপনার কি সেই বিশ্বাস গড়ে উঠেছে? নাকি আরও কিছুটা সময় দেবেন?
০৪০৮
একে অপরের সঙ্গে কথা বলতে যেমন স্বচ্ছন্দ হওয়া প্রয়োজন, তেমনই নিস্তব্ধতাও বোঝা প্রয়োজন। কথা না বলেও কি আপনারা একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ?
০৫০৮
আপনি কি সত্যিই ওঁর প্রতি আকৃষ্ট? ভাললাগা শুধুই সাময়িক বা কোনও বিশেষ কিছুর জন্য নয়তো?
০৬০৮
আপনি কি সঙ্গীকে তাঁর নিজের মতো করেই গ্রহণ করতে পারেন? ওঁর ক্ষেত্রেও কি ব্যাপারটা তাই? নাকি নিজের মতো করে গড়ে নিতে ইচ্ছা করে?
০৭০৮
অতিরিক্ত স্বার্থপরতা বা অতিরিক্ত স্বার্থত্যাগ যে কোনও সম্পর্ক নষ্ট করে দেয়। সম্পর্ক নিয়ে বেশি দূর ভাবার আগে ভেবে দেখুন আপনাদের মধ্যে একজন সম্পূর্ণ স্বার্থহীন, অন্যজন সম্পূর্ণ স্বার্থত্যাগ করছেন না তো?
০৮০৮
আমাদের প্রত্যেকেরই জীবনে নিজস্ব স্বপ্ন, অ্যাম্বিশন থাকে। এক সঙ্গে জীবন কাটানোর জন্য দুজনের স্বপ্ন মানানসই হওয়া প্রয়োজন। একজনের স্বপ্নপূরণে অন্যজনের স্বপ্ন জলাঞ্জলি দিতে হলে এক সময় হতাশা আসতে বাধ্য।