গরমে ত্বক তৈলাক্ত হয়ে গিয়ে ব্রণর সমস্যা বাড়ে। রোদে পুড়েও ত্বকে র্যাশ হয়। ফলে স্বাভাবিক ভাবেই ত্বক জেল্লা হারায়। এমন ত্বকের জন্য উপকারে আসতে পারে চেরি ফল। ভিটামিন এ, সি ও কে-তে ভরপুর চেরি ফল ত্বকে কোলাজেন উৎপাদনে বিশেষ ভূমিকা নেয়। দাগছোপ তুলতে ও যে কোনও সংক্রমণজনিত অসুখের ঝুঁকিও কমায়
‘ফুড্স’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ত্বকে জ্বালা, র্যাশ কমাতেও নাকি চেরি ফল উপকারী। কনট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা গরমের সময়ে বাড়ে। আবার ধাতব কিছু থেকেও ত্বকে অ্যালার্জি হয়। মহিলাদের চুড়ি, ব্রেসলেট বা আংটি থেকেও অ্যালার্জির সমস্যা হয়। এই সমস্যা দূরীকরণেও কার্যকরী হতে পারে চেরি ফল।
চেরি কী ভাবে ত্বকে মাখবেন?
ফেস-মাস্ক হিসেবে
চেরির সঙ্গে ১-২ চা চামচ মধু মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। মুখ ভাল করে ধুয়ে এই মাস্ক মেখে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এর পরে মুখে ময়েশ্চারাইজ়ার মাখথে ভুলবেন না। চেরি ও মধুর মাস্ক ত্বককে আর্দ্র রাখবে, দাগছোপের সমস্যা দূর করবে।
আরও পড়ুন:
চেরির স্ক্রাব
ত্বকের মৃতকোষ দূর করেও চেরি ব্যবহার করা যেতে পারে। দোকান থেকে কেনা চেরির স্ক্রাবে নানা ররম রাসায়নিক থাকে যা ত্বকের জন্য ক্ষতিকর। তাই বানিয়ে নিন বাড়িতেই। কয়েকটি চেরি ফল মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে তার সঙ্গে অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে মুখে ভাল করে মালিশ করুন। এই স্ক্রাব নিয়মিত ব্যবহার করলে ত্বক জেল্লাদার হয়ে উঠবে। চোখের নীচে কালি থাকলে তা-ও উঠে যাবে।
চেরির টোনার
চেরি ফল ব্লেন্ড করে জুস বানিয়ে নিন। এই রস স্প্রে বোতলে ভরে রাখুন। প্রয়োজনে এর সঙ্গে গোলাপ জলও মেশাতে পারেন। ব্যবহারের সময়ে তুলোয় করে নিয়ে মুখে মাখতে হবে। এই টোনার গরমের সময়ে সানবার্ন থেকে ত্বককে রক্ষা করবে। ব্রণর সমস্যাও দূর করবে।