চ্যাট জিপিটির প্রয়োগ এখন বিভিন্ন ক্ষেত্রে। তথ্যপ্রযুক্তি থেকে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সর্বত্র নিজের কাজ দিয়ে সকলের মন জয় করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ওই প্রয়োগ। কিন্তু বেশির ভাগ মানুষই ভাবেন, এই উন্নত প্রযুক্তি সাধারণ মানুষের জন্য নয়। সে ধারণা যে একেবারেই ভিত্তিহীন তা প্রমাণ করলেন এক প্রভাবী।
আরও পড়ুন:
অমর রেশি নামের এক টুইটার ব্যবহারকারী ভাগ করে নিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। জানালেন কী ভাবে চ্যাট-জিপিটি তাঁর প্রয়োজন অনুযায়ী, তাঁর রুচি, পছন্দ বুঝে, নির্দিষ্ট বাজেটের মধ্যে মুদির দোকানের জিনিসপত্র কিনতে সাহায্য করেছে। শুধু তার জন্য অতিরিক্ত একটি ‘প্লাগইন’এর সাহায্য নিতে হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আমেরিকার একটি প্রযুক্তি সংস্থা এই প্লাগইনটি তৈরি করে। অমর জানিয়েছেন, এই কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু যে নির্দিষ্ট বাজেটের মধ্যে কেনাকাটা করতে সাহায্য করেছে, তাই নয়। তাঁর কী কী খাওয়া বারণ, কী কী খেতে হবে সেই সব তালিকা মিলিয়ে সকাল, দুপুর, রাতের খাওয়া হিসেব করে সমস্ত জিনিস অর্ডার করেছে।
সমাজমাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়া মাত্রই উপচে পড়ছে মন্তব্যের বন্যা। অনেকেই বলছেন, “তা হলে আর যাক ঘেমে নেয়ে বাজার করার ঝামেলা রইল না।” অন্য আরেক জনের মন্তব্য, “তিনবেলা কী খাওয়া হবে এই চিন্তা থেকে মুক্তি।”
I asked ChatGPT to buy my groceries today using @Instacart’s plug-in and it worked so well!
— Ammaar Reshi (@ammaar) April 11, 2023
- Stayed within my budget
- Provided ingredients and recipes for 7 meals (including some favorites!)
- Accounted for my schedule and diet
Here’s the convo and delivered groceries 🤩 pic.twitter.com/omRylk13LS