Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Japanese Towel Exercise

তোয়ালে নিয়ে ব্যায়াম করলেই ঝরবে মেদ! ওজন ঝরানোর ক্ষেত্রে এই জাপানি পন্থা কি আদৌ কার্যকর?

জাপানি রিফ্লেক্সোলজি ও মাসাজ থেরাপিস্ট তোশিকি ফুকুৎসুদ্‌জ়ি প্রথম আবিষ্কার করেন যে, তোয়ালে দিয়েই পেটের মেদ ঝরানো যায়। কী ভাবে করবেন এই ব্যায়াম? আদৌ উপকার হবে কি?

Can Japanese towel exercise give you flat abs in 10 days.

তোয়ালে দিয়েই পেটের মেদ ঝরানো যায়? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:৪৭
Share: Save:

শরীরের বাকি সব জায়গার মেদ ঝরানো সহজ হলেও, পেটের মেদ কিছুতেই কমতে চায় না। মাসের পর মাস জিমে গিয়েও অনেকেই ভুঁড়ি কমাতে পারেন না। খাবারে খুব বেশি কড়াকড়ি করেও লাভ হয় না অনেকের ক্ষেত্রে। কিন্তু জাপানি কায়দায় শরীরচর্চা করলে নাকি মাত্র ১০ দিনে পেটের মেদ ঝরানো সম্ভব! জাপানি রিফ্লেক্সোলজি ও মাসাজ থেরাপিস্ট তোশিকি ফুকুৎসুদ‌্জ়ি প্রথম আবিষ্কার করেন যে, তোয়ালে দিয়েই পেটের মেদ ঝরানো যায়। তিনিই জানিয়েছেন, তোয়ালে নিয়ে ব্যায়াম করলেই পেটের মেদ কমবে, শরীরের গঠন সুঠাম হবে, পিঠ বা কোমরে ব্যথার সমস্যা কমবে।

কী করে করবেন এই ব্যায়াম?

১) একটি ম্যাটের উপর পিঠ রেখে শুয়ে পড়ুন। হাত ও পা টানটান করে ছড়িয়ে রাখুন।

২) নাভির ঠিক নীচে কোমরের কাছে একটি মাঝারি মাপের তোয়ালে রোল করে রাখুন।

৩) সারা শরীর টানটান করুন। এ বার পা দুটো কাঁধের দূরত্বের সমান করুন। পায়ের বুড়ো আঙুল যাতে একে অপরকে স্পর্শ করে, সে দিকে নজর রাখুন।

৪) মাথার উপরে হাত প্রসারিত করুন। হাতের কড়ে আঙুল দু’টি স্পর্শ করিয়ে হাতের তালুর নীচের দিকে রাখুন।

৫) পাঁচ মিনিট এ ভাবেই থাকুন। তার পর স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন।

Can Japanese towel exercise give you flat abs in 10 days.

তোয়ালে দিয়ে ব্যায়ামের পদ্ধতিটি কী? ছবি: সংগৃহীত।

তবে শরীরচর্চাবিদদের মতে, কোনও ব্যায়ামই ১০ দিনে আপনার পেটের মেদ ঝরিয়ে ফেলবে, তা ১০০ শতাংশ নিশ্চিত করতে পারে না। কেবল শরীরচর্চা নয়, মেদ ঝরানোর জন্য কড়া ডায়েটেরও প্রয়োজন। ডায়েট ও শরীরচর্চার সঠিক ভারসাম্য হলে তবেই মেদ ঝরবে।

অন্য বিষয়গুলি:

Exercise Weight Loss Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE