Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
BAFTA Film Awards 2024

বাফটার মঞ্চে দেশি সাজে দীপিকা, সব্যসাচীর নকশা করা শাড়িতেই নজর কাড়লেন বলিউডের ‘মস্তানি’

আরও এক বার আর্ন্তজাতিক মঞ্চে শাড়িতে নজর কাড়লেন দীপিকা। ৭৭তম বাফটার মঞ্চে পুরস্কার দিতে দেখা গেল দীপিকাকে। পরিচালক জোনাথন গ্লেজ়ারের হাতে পুরস্কার তুলে দিলেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় বেশে মোহময়ী দীপিকা।

আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় বেশে মোহময়ী দীপিকা। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪২
Share: Save:

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের (বাফটা) মঞ্চে মোহময়ী রূপে ধরা দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আরও এক বার আর্ন্তজাতিক মঞ্চে শাড়িতে নজর কাড়লেন দীপিকা। ৭৭তম বাফটার মঞ্চে পুরস্কার দিতে দেখা গেল দীপিকাকে। পরিচালক জোনাথন গ্লেজ়ারের হাতে পুরস্কার তুলে দিতে দেখা গেল অভিনেত্রীকে।

রবিবার রাতে সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিলেন সেই বাফটার লুক। পরনে পোশাকাশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা বিশেষ শাড়ি। আইভরি রঙের শাড়ি জুড়ে চুমকির কারুকাজ। সঙ্গে হাতকাটা ডিপনেক ব্লাউজ়। যৎসামান্য মেকআপ আর গয়নাতেই বাফটার মঞ্চে বাজিমাত করলেন বলিউডের ‘মস্তানি’। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি ভাগ করেছেন অভিনেত্রী।

দীপিকাকে ভারতীয় পোশাকে সাজতে দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্তগণ। তবে এই প্রথম নয়, আন্তর্জাতিক মঞ্চে এর আগেও শাড়িতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। কান চলচ্চিত্র উৎসব, এমনকি, অস্কারের মঞ্চেও শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন নায়িকা।

১৯ ফেব্রুয়ারি লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয় ২০২৪ সালের বাফটা অ্যাওয়ার্ড। বাফটায় সেরা অভিনেতার পুরস্কারপ্রাপ্ত কিলিয়ন মারফির পাশে দাঁড়িয়ে দীপিকার একটি ছবি ঘিরে নেটদুনিয়া চর্চা শুরু হয়েছে। অনুরাগীদের কৌতূহল, তা হলে দীপিকা পাড়ুকোনকে কি খুব শ্রীঘ্রই ফের হলিউডের পর্দায় দেখা যাবে? এ বার কি তার বিপরীতে দেখা যাবে কিলিয়নকে?

বাফতায় ব্র্যাডলি কুপার, দীপিকা পাড়ুুকোন আর কিলিয়ন মারফি।

বাফতায় ব্র্যাডলি কুপার, দীপিকা পাড়ুুকোন আর কিলিয়ন মারফি। ছবি: টুইটার।

কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে দীপিকার ‘ফাইটার’ ছবি। বড় পর্দায় অভিনেতা ঋতিক রোশনের সঙ্গে দীপিকার রোম্যান্স মনে ধরেছে অনুরাগীদের।

অন্য বিষয়গুলি:

Deepika Padukone Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy