গ্রীষ্মকালের সবচেয়ে পছন্দের বিষয়টি হল গরমের ছুটি। গরমের দাপট যত বাড়বে, স্কুলের ছুটিও তত বাড়ার সম্ভাবনা। তা ছাড়া, সারা বছর এমন লম্বা ছুটি তো আর পাওয়া যায় না। ফলে আমবাঙালি মুখিয়ে থাকে এই ছুটির জন্য। আর বাঙালির তো পায়ের তলায় সর্ষে। ছুটি পেলেই মনটা কেমন যেন পালাই পালাই করে। এই ছুটিতে শহর থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকেই। পরিচিত বৃত্তের বাইরে গিয়ে কিছু দিন ঠান্ডার আমেজ উপভোগ করার পরিকল্পনা করছেন?
গরম পড়লেই মনটা পাহাড় পাহাড় করে! গরমেও হিমেল স্বাদ উপভোগ করতে এ বার আপনার গন্তব্য হোক শিমলা। ব্রিটিশদের হাতে তৈরি হিমাচল প্রদেশের রাজধানী শিমলা মানেই ধুপি, পাইন আর দীর্ঘ টানেলের আলো-আঁধারি পথ, চারদিকে পাহাড়ের স্নিগ্ধ রূপ, কালকা থেকে শিমলার রাস্তায় ট্রয় ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা। শিমলা ঘুরতে হলে হাতে দুই থেকে তিন দিন সময় থাকলেই যথেষ্ট। দেখে নিন শিমলায় গিয়ে কোন কোন জায়গায় ঢুঁ মারতেই হবে।