Advertisement
E-Paper

হাসি দিয়েই বাজিমাত করতে চান? ওষ্ঠ রাঙানোর আগে ঠোঁটের যত্নে বেছে নিন মাস্ক

স্বল্প সাজেও বাজিমাত করা যায় ছোট্ট টিপ, হালকা লিপস্টিক লাগিয়ে নিলে। কিন্তু ঠোঁট যদি ফাটা হয়, খুঁত ঢাকতে পারে না ওষ্ঠরঞ্জনী। এক রাতেই ঠোঁট সুন্দর করে তুলতে বেছে নিন লিপ মাস্ক।

লিপ মাস্কের ব্যবহারে এক দিনেই সুন্দর হয়ে উঠবে ঠোঁট?

লিপ মাস্কের ব্যবহারে এক দিনেই সুন্দর হয়ে উঠবে ঠোঁট? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৮
Share
Save

সরস্বতী পুজোর দিন সাজে হয়ে উঠতে চান নজরকাড়া? বাসন্তী শাড়ি কিনেছেন, রং মিলিয়ে ব্লাউজ়, গয়নাও কেনা হয়েছে। হালকা রঙের শাড়ির সঙ্গে গাঢ় রঙের লিপস্টিকে মানাবে বলে ওষ্ঠরঞ্জনীও হাতের কাছে বেছে রেখেছেন। কিন্তু ওষ্ঠের পরিচর্যা করেছেন কী? ঠোঁট ফাটা থাকলে বা শীতের দিনে ছাল উঠলে যতই লিপস্টিক লাগানো হোক না কেন, অধরে মাধুরী অধরাই থাকবে। সে ক্ষেত্রে এক রাতেই বাজিমাত করতে বেছে নিতে পারেন লিপ মাস্ক।

লিপ মাস্ক কী?

মুখ এবং চুলের যত্ন নেওয়ার জন্য যেমন মাস্ক হয়, তেমনই ঠোঁটের যত্নেও মাস্ক রয়েছে। একেই বলা হচ্ছে লিপ মাস্ক। ঠোঁটের যত্নে বামের ব্যবহার জনপ্রিয়। তবে মাস্কের কাজ কী, মনে হতেই পারে। আসলে লিপ মাস্ক গভীর ভাবে ঠোঁটের যত্ন নেয়। ত্বকে যেমন তেল, ধুলো-বালি, মৃত কোষ জমে, ওষ্ঠেও জমে। শীতের মরসুমে বাতাসে আর্দ্রতা কমলেই ফাটতে শুরু করে ঠোঁট।

ওষ্ঠকে গভীর ভাবে ময়েশ্চারাইজ় করতে, ঠোঁট নরম, সুন্দর, লালচে রাখতেই ক্রমশ লিপমাস্কের কদর বাড়ছে।

কোন কোন উপকরণ থাকে লিপ মাস্কে?

ত্বকের যত্ন নেয় হাইলুরোনিক অ্যাসিড, শিয়া বাটার, ভিটামিন ই। এমনই রকমারি উপাদান থাকে লিপ মাস্কে। ত্বকের অন্যতম জরুরি উপাদান কোলাজেন নামে প্রোটিন। লিপ মাস্ক সেই প্রোটিনের জোগান দিতে, ঠোঁট সুন্দর রাখতে সাহায্য করে। ত্বকে ময়েশ্চারাইজ় করতে কোনও কোনও লিপ মাস্কে রকমারি তেলের ব্যবহারও হয়।

আপনার জন্য উপযোগী কোনটি?

জেল, ক্রিম, শিট মাস্ক হয় ঠোঁটের জন্য। বামের মতোও লিপ মাস্ক পাওয়া যায়। কিন্তু কোনটি ভাল বা উপযোগী হবে তা বুঝতে হবে ত্বকের ধরন অনুযায়ী।

শুষ্ক ত্বক: সাধারণত দেখা যায় শুষ্ক ত্বকের ধরন যাঁদের, তাঁদের ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া এবং ফাটার প্রবণতাও বেশি। এ ক্ষেত্রে শিয়া বাটার, সেরামাইডস, হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদান রয়েছে এমন লিপ মাস্ক বেছে নেওয়া ভাল।

স্পর্শকাতর ত্বক: এই ধরনের ত্বক হলে বেছে নিতে পারেন মধু, অ্যালো ভেরা যুক্ত কোনও ঠোঁটের মাস্ক।

কী ভাবে ব্যবহার করবেন?

প্রথমেই ঠোঁট এক্সফোলিয়েশন করে নিতে হবে। এতে মরা কোষ ঝরে যাবে। তার পর ব্যবহার করতে হবে লিপ মাস্ক। শিট মাস্ক ব্যবহার করলে মিনিট দশেক রেখে তুলে দিতে হবে। তবে ক্রিম বা জেল জাতীয় মাস্ক বেছে নিলে তা রাতভর রাখতে পারেন। এক রাতেই ফাটা ঠোঁট হয়ে উঠবে নরম, সুন্দর।

Lip Mask saraswati puja

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}